HS Medinipur : মেধাতালিকায় একই স্কুলের ২২ জন, চমকে দিল জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন

HS Medinipur : মেধাতালিকায় একই স্কুলের ২২ জন, চমকে দিল জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরই অন্যান্য বছরের মতই ভালো ফল করেছে পশ্চিম মেদিনীপুর। কিন্তু চমক দিয়েছে পিংলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন। প্রকাশিত মেধাতালিকায় প্রথম দশে জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ২২ জন পড়ুয়া।

চলতি বছরে উচ্চ মাধ্যমিকে রাজ্যের ১০ জনের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ২৭২ জন। তাঁদের মধ্যে শুধুমাত্র জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ২২ জন ছাত্র ছাত্রী রয়েছেন।
তালিকা-
৪৯৭ নম্বর পেয়ে সায়নদীপ সামন্ত দ্বিতীয়,
৪৯৬ নম্বর পেয়ে পরিচয় পারি তৃতীয়,
৪৯৫ নম্বর পেয়ে কিংশুক রায়, সৌম্যদীপ মণ্ডল এবং প্রীতম মিদ্যা চতুর্থ
৪৯৩ নম্বর পেয়ে শ্রীকৃষ্ণ সামন্ত ষষ্ঠ,
৪৯২ নম্বর পেয়ে পিংকি খাতুন, শান্তনু পাল এবং প্রতীক মন্ডল সপ্তম
৪৯১ নম্বর পেয়ে শর্মিষ্ঠা ঘোড়াই, শেখ রাহুল হোসেন, সৌমদ্বীপ সামন্ত, অঙ্কন সাহু, সৈকত রায় অষ্টম
৪৯০ নম্বর পেয়ে সাহেব দাস অধিকারী, অমিয় শাসমল নবম
৪৮৯ নম্বর পেয়ে শতস্মিত মহাপাত্র, আকাশ ঘোষ, সৌম্যদীপ করন, শুভজিৎ শাসমল, শৈলেশ জানা, পবিত্র বেরা দশম।
রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে একসঙ্গে এত জন ছাত্র ছাত্রীর মেধাতালিকায় স্থান পাওয়ার নজির এই প্রথম। জেলার স্কুলের এই আশাতীত সাফল্যে উচ্ছসিত জেলাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ