Breaking news 10/6/2022 6:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 10/6/2022 6:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। শুক্রবার বিকেলে টুইট করে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগপ্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশদে জানতে মুখ্যসচিবকে তলব করলেন তিনি। শুক্রবার রাত ১০টার মধ্যে হাজিরার নির্দেশ রাজ্যপালের।

ভর দুপুরে পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে মুহুর্মুহু গুলি চলে। এক পুলিশকর্মী গুলি চালাতে শুরু করেন। আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। তাঁরই ছোঁড়া গুলিতে নিহত আরও এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে প্রচুর পুলিশকর্মী। কি কারণে এমন ভয়বাহ কাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ সামান্য বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। তবে সামান্য এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গে মূলত তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২১/১১/২০২২

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন মনোজ তিওয়ারি৷ প্রথম ইনিংসে ৭৩ রানে ফিরতে হয়েছিল মনোজ তিওয়ারিকে ৷ কিন্ত দ্বিতীয় ইনিংসে শতরান করলেন মনোজ তিওয়ারি। ১৩৬ রান করে রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মনোজ ৷ এই ম্যাচ ড্র করে শেষ চারের টিকিট পাকা করে ফেলল বাংলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ