দীর্ঘদিন বেহাল ধেড়ুয়া থেকে বারোগাছিয়া ক্যাম্প যাওয়ার রাস্তা, সারাইয়ের দাবি স্থানীয়দের

দীর্ঘদিন বেহাল ধেড়ুয়া থেকে বারোগাছিয়া ক্যাম্প যাওয়ার রাস্তা, সারাইয়ের দাবি স্থানীয়দের

কেটেছে বছরের পর বছর। তবুও ১০ বছরেও শোধরায়নি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধীনস্ত ধেড়ুয়া থেকে বারোগাছিয়া ক্যাম্প যাওয়ার রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তা সারাইয়ের দাবি তুলেছেন নিত্যযাত্রী ও স্থানীয়রা।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ-এর অধীনে রয়েছে ধেড়ুয়া থেকে বারোগাছিয়া ক্যাম্প যাওয়ার রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন ধরেই মেরামত হয়নি এই রাস্তা। প্রায় বছর দশেক ধরে রাস্তায় বড় বড় গর্ত সাধারণ বিষয়। আর বর্ষা এলেই জল জমে সেই রাস্তা হয়ে ওঠে মরনফাঁদ। যদিও প্রতিদিন এই বেহাল রাস্তা ধরেই ধরমপুর, লালগড়, বাঁকুড়া,গোয়ালতোর, সি কে রোড থেকে যাত্রী নিয়ে অনেক বাস ঝাড়গ্রাম যাতায়াত করে। জানা গিয়েছে, বারোগাছিয়া ক্যাম্প থেকে আঁধার জোড়া পর্যন্ত রাস্তায় কিছুটা মেরামতির কাজ হলেও ধেড়ুয়া থেকে বারোগাছিয়া ক্যাম্প পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার মেরামতি হয়নি। দীর্ঘদিনের এই ঝুঁকিপূর্ণ যাতায়াতের বিষয়ে নজর দিতেই এবার দাবি তুলেছেন নিত্যযাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ