Breaking news 26/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 26/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড হলেন তৃণমূলের ৭ সাংসদ-সহ রাজ্যসভার মোট ১৯ জন সাংসদ। ক্রমাগত মূল্যবৃদ্ধি, মুদ্রস্ফীতি, কেন্দ্রের জনবিরোদী নীতি ও আইনের প্রতিবাদে এ দিন রাজ্যসভায় লাগাতার স্লোগান দিচ্ছিলেন তৃণমূল সহ বিরোধী একাধিক দলের সাংসদ। ওয়ালে নেমেও বিক্ষোভও দেখান তাঁরা। যার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হয়েছে। বিরোধী সাংসদদের এই আচরণকে ‘নিয়ম বিরুদ্ধ’ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২১/১১/২০২২

পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর সিজিও কমপ্লেক্সে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু জেরায় সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। জেরায় সহযোগিতা করছেন অর্পিতা। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। দাবি ইডি-র।

মঙ্গলবার দিল্লির বিজয় চকে প্রতিবাদ করার সময় রাহুল-সহ একাধিক কংগ্রেস নেতা ও সাংসদকে আটক করে পুলিশ ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলা বিক্ষোভ অবস্থানের পরে কংগ্রেস সাংসদ রাহুলকে আটক করে পুলিশ। পুলিশ রাহুল গান্ধিকে তুলে অন্যান্য আটক সাংসদদের সঙ্গেই বাসে উঠিয়ে দেয়। পরে এক টুইট বার্তায় প্রাক্তন কংগ্রেস সভাপতি লেখেন, স্বৈরাচারের এমন অবস্থা যে শান্তিপূর্ণ প্রতিবাদও করা যাচ্ছে না, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনাও করা যাচ্ছে না। পুলিশ, এজেন্সির অপপ্রয়োগ করে, গ্রেফতার করেও আমাদের চুপ করানো যাবে না। সত্যই এই স্বৈরাচারের খতম করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ