কলকাতার শ্রীলেদার্স এখন মেদিনীপুরে

কলকাতার শ্রীলেদার্স এখন মেদিনীপুরে

মেদিনীপুর শহরের সব থেকে বড়ো জুতো শো- রুম উদ্বোধন হচ্ছে আজ অর্থাৎ শনিবার। মেদিনীপুরের রবীন্দ্রনগরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক পেছনে ৬৭৫০ ফুটের ওপর শো রুম গড়ে তোলা হয়েছে। ওই সংস্থা কতৃক জানা যায় প্রথম তলাটি (৩৭৫০ স্কোয়ার ফুট) ব্যবহার হবে শো রুম হিসাবে এবং দোতলায় থাকবে স্টোর রুম। প্রথম দিন গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ অফার, প্রথমদিনের প্রথম ২০০০ জন গ্রাহক ৯৯৯ টাকার ওপরে কেনাকাটা করলে তাদের জন্য ‘শ্রীলেদার্স’ এর পক্ষ থেকে থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। জানা যায় জঙ্গলমহলের মধ্যে বাঁকুড়া তাদের প্রথম শো রুম রয়েছে এবং মেদিনীপুর শহরে এটাই তাদের দ্বিতীয় শো রুম। এই দুই শ্রীলেদার্স এর ম্যানেজার পদে রয়েছেন সুমন শীল ও সোহম দাশগুপ্ত। অর্থাৎ এই বাঁকুড়া ও মেদিনীপুর শো রুমের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে একই সংস্থার হাতে।

আরও পড়ুন:  Medinipur : বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার প্রসারের উদ্দেশ্যে ‘মার্চ ফর সায়েন্স’ জেলা শহরে

মেদিনীপুর ও তৎসংলগ্ন এলাকার মানুষকে আর কষ্ট করে যেতে হবে না কলকাতার শ্রীলেদার্স। মেদিনীপুরের শ্রীলেদার্সেই পাওয়া যাবে জুতো ছাড়াও ব্যাগ, মানি পার্স , বেল্ট সহ আরো অনেক কিছুই। আশা করা যায় এই শ্রীলেদার্স মেদিনীপুরবাসীর অনেকখানি চাহিদা পূরণ করবে।প্রথমদিন সকাল ৮ নাগাদ খুলে যাবে এই শো রুম এবং এই দিন গ্রাহকরা যতক্ষণ থাকবে ততক্ষনই খোলা থাকবে,এবং অন্যান্য দিন সকাল ৯ টা থেকে রাত ৯ পর্যন্ত খোলা থাকবে। শ্রীলেদার্সের দুই ডিলার শিপ ম্যানেজার জানায় প্রথম দিনের ভিড় সামলানোর জন্য কিছু প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়েছেন। সাংবাদিক বৈঠকে তারা জানিয়েছেন “প্রশাসনের কাছ থেকে আমরা প্রয়োজনীয় সাহায্য চেয়েছি একই সঙ্গে আমাদের ৭০-৮০ জন স্বেচ্ছাসেবক থাকবেন। রোদ বৃষ্টির হাত থেকে গ্রাহকদের মুক্তি দিতে শো রুমের সামনে দুই পাশের রাস্তাতে চাঁদোয়া খাটানো হয়েছে।” তারা আরও জানায় এই শো রুমে ৪০ জন কর্মী থাকবে পরিষেবা প্রদানের জন্য। ২২ জনকে নতুন ভাবে নিয়োগ করা হয়েছে এই এলাকা থেকে এবং বাঁকুড়া থেকে অভিজ্ঞতা সম্পন্ন ১৮ জন কর্মীকে নিয়ে আসা হয়েছে। তারা জানায় প্রথম গ্রাহকই মেদিনীপুর শহরের সব থেকে বড়ো শো রুম শ্রীলেদার্স এর উদ্বোধন করবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ