Kurmi Train Cancel : কুড়মি আন্দোলনে ৭ এপ্রিল বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা

Kurmi Train Cancel : কুড়মি আন্দোলনে ৭ এপ্রিল বাতিল বহু ট্রেন, দেখুন তালিকা

কুড়মি সমাজের ঘাঘর ঘেরা আন্দোলনের সপ্তম দিন ৭ এপ্রিল। রেল ডেকা, ঘাঘর ঘেরায় বিপর্যস্ত জঙ্গলমহলের জনজীবন৷ রেল অবরোধের ফলে বুধবার, বৃহস্পতিবারের পরে শুক্রবারেও বাতিল বহু ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের তরফে প্রকাশিত হয়েছে বাতিল ট্রেনের তালিকা। নীচে দেখুন সেই তালিকা।

৭ এপ্রিল বাতিল ট্রেনের তালিকা –
১. ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
২. ১৮০১১ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস
৩. ১৮০১৩ হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
৪. ০৮৬৯৫ বোকারো স্টিল সিটি-রাঁচি প্যাসেঞ্জার স্পেশাল
৫. ১৮০৮৫ খড়গপুর-রাঁচি মেমু এক্সপ্রেস
৬. ১৮১১৬ চক্রধরপুর-গোমো মেমু এক্সপ্রেস
৭. ১৩৩০১ ধানবাদ-টাটানগর এক্সপ্রেস
৮. ১৩৫১২ আসানসোল-টাটানগর এক্সপ্রেস
৯. ১৮১৮৩ টাটানগর-দানাপুর এক্সপ্রেস
১০. ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস
১১. ১৮০৩৬ হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
১২. ১৮০৩৫ খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস
১৩. ১৮১৮৪ দানাপুর-টাটানগর এক্সপ্রেস
১৪. ১৩৫১১ টাটানগর-আসানসোল এক্সপ্রেস
১৫. ১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
১৬. ১৩৩০২ টাটানগর-ধানবাদ এক্সপ্রেস
১৭. ১৮০৮৬ রাঁচি-খড়গপুর মেমু এক্সপ্রেস
১৮. ১৮১১৫ গোমো-চক্রধরপুর মেমু এক্সপ্রেস
১৯. ১৮০১২ চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস
২০. ১৮০১৪ বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস
২১. ০৮৬৯৬ রাঁচি-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
২২. ১৩২৮৭ দুর্গ-রাজেন্দ্রনগর এক্সপ্রেস
২৩. ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস
২৪. ১৮১৮১ টাটানগর-থাম্বে এক্সপ্রেস
২৯. ১৮০৩৩ হাওড়া-ঘাটশিলা এক্সপ্রেস
৩০. ২০৮২৭ জবলপুর-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস

আরও পড়ুন:  Kharagpur Train Cancel : ফের বাতিল ট্রেন, কুড়মি আন্দোলনের জের, দেখুন তালিকা

৩১. ২২৮২৩ ভুবনেশ্বর-নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস
৩২. ১৮০০৯ সাঁতরাগাছি-আজমীর এক্সপ্রেস
৩৩. ১২১৫২ শালিমার-এলটিটি এক্সপ্রেস
৩৪. ২৮১৮২ কাটিহার-টাটানগর এক্সপ্রেস
৩৫. ১৩২৮৮ রাজেন্দ্রনগর-দুর্গ এক্সপ্রেস
৩৬. ২২৮৪৩ বিলাসপুর-পাটনা এক্সপ্রেস
৩৭. ২২৮৬২ কাঁটাবাঞ্জি-হাওড়া এক্সপ্রেস
৩৮. ১৮০৩৪ ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস
৩৯. ১২৮৬০ হাওড়া-মুম্বাই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস
৪০. ১২৮৭০ হাওড়া-মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস
৪১. ১২৮৭৫ পুরী-আনন্দ বিহার এক্সপ্রেস
৪২. ১২০২২ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস
৪৩. ১৮০৩০ শালিমার-এলটিটি এক্সপ্রেস
৪৪. ১২৮১৩ হাওড়া-টাটানগর এক্সপ্রেস
৪৫. ১২৮১০ হাওড়া-মুম্বাই সিএসএমটি মেল
৪৬. ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস
৪৭. ১৮৬১৫ হাওড়া-হাতিয়া এক্সপ্রেস
৪৮. ১২১৩০ হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস
৪৯. ১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস
৫০. ১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস
৫১. ১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস
৫২. ১৮৬১৬ হাতিয়া-হাওড়া এক্সপ্রেস
৫৩. ১২৮০১ পুরী-নিউ দিল্লী এক্সপ্রেস
৫৪. ১২৮৫৯ মুম্বাই সিএসএমটি-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস
৫৫. ১২৮৭৬ আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস
৫৬. ১২৮৩৩ আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস
৫৭. ১৫৬৩০ শিলঘাট টাউন-তামবারাম এক্সপ্রেস
৫৮. ১২৮০২ নিউ দিল্লী-পুরী এক্সপ্রেস
৫৯. ১২২৬২ হাওড়া-মুম্বাই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস

আরও পড়ুন:  Kurmi Train Cancel : ৬ এপ্রিল বাতিল ৭৮টি ট্রেন, দেখুন দক্ষিণ-পূর্ব রেলের তালিকা

৮ এপ্রিল বাতিল ট্রেন-
১. ১৮০১১ হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস
২. ১৮০১৩ হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
৩. ০৮৬৯৬ রাঁচি-বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার স্পেশাল
৪. ১২০২১ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ