Baghmundi : শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন শিকেয়, সোমবার কংগ্রেসের বাঘমুণ্ডি বন্ধের ডাক

Baghmundi : শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন শিকেয়, সোমবার কংগ্রেসের বাঘমুণ্ডি বন্ধের ডাক

পুরুলিয়ার বাঘমুণ্ডি একাধিক স্কুলের শিক্ষক বদলির কারনে নেই পর্যাপ্ত শিক্ষক। সমস্যায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার অনুপাত। ফলে শিকেয় উঠেছে প্রাত্যহিক পঠন পাঠন। স্কুলগুলিতে নিয়ম মেনে নিয়োগের মাধ্যমে শিক্ষার অচলাবস্থা কাটানোর দাবিতে আগামী ৪ ঠা জুলাই সোমবার বাঘমুণ্ডি বন্ধের ডাক দিয়েছে বাঘমুণ্ডি ব্লক কংগ্রেস কমিটি।

বাঘমুণ্ডি ব্লক কংগ্রেস কমিটির তরফে লিফলেট ছড়িয়ে এলাকার স্কুলগুলির বেহাল দশার কথা উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে একাধিক স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। এমন বেহাল দশা শিক্ষ শিক্ষিকার অভাবে নিয়মিত সমস্ত ক্লাস নেওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়েছে স্কুলগুলির পক্ষে। লিফলেটে দাবি করা হয়েছে, হাজারের বেশি পড়ুয়া থাকা বাঘমুণ্ডি উচ্চ মাধ্যমিক গার্লস স্কুলে চলে গিয়েছেন ৬ জন শিক্ষক আছেন মাত্র ২ জন। বীরগ্রাম হাই স্কুলে প্রায় ২০০০ কাছে পড়ুয়া, ৬ জন শিক্ষক চলে গিয়েছেন, ২ জন চলে যাবেন, রয়েছেন ২ জন শিক্ষক। শশ নেতাজি আশ্রম বিদ্যালয়ে ৯ জন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ায় ১৭০০ র বেশি পড়ুয়া সামলাচ্ছেন ৭ জন। সুইসা হাইস্কুলে ২০০০ এর বেশি ছাত্র ছাত্রী, কিন্তু আছেন মাত্র ৮ জন শিক্ষক। পন্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয়ে মাত্র ৪ জন শিক্ষক, বাঘমুন্ডি হাইস্কুলে প্রায় ২৮০০ এর বেশি পড়ুয়া কিন্তু শিক্ষক ১৫ জন হলেও আগামী বছর একসঙ্গে ৫ জন অবসর নেবেন। মাউনিয়া আপার প্রাইমারি স্কুল ও মুকরুব জুনিয়র হাইস্কুলে কোনো শিক্ষকই নেই। একইরকম ভাবে শিক্ষকের অভাব অযোধ্যা হাইস্কুল, অযোধ্যা জিএসএটি বিদ্যালয়, ধনুডি হাইস্কুলেরও।

এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের বাঘমুণ্ডি ব্লক কংগ্রেস কমিটির তরফে সভাপতি হরেন্দ্রনাথ সিং বাবু অবিলম্বে স্কুলগুলিতে নিয়মভিত্তিক নিয়োগের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ ও সুষ্ঠ ভাবে পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সোমবার বাঘমুন্ডি বন্ধের ডাক দিয়েছেন। প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো নিজের সমাজমাধ্যমের পাতায় লিফলেটের ছবি প্রকাশ করে সাধারণ মানুষকে বনধ সফল করার আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ