বিশ্ব বাণিজ্য সম্মেলনে মেদিনীপুরের বড় প্রাপ্তি, রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর Vidyasagar University এর

বিশ্ব বাণিজ্য সম্মেলনে মেদিনীপুরের বড় প্রাপ্তি, রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর Vidyasagar University এর

আগামী ২০ এপ্রিল বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের প্রথম দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার ‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স’এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এর ফলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার প্রসার সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা মস্কোয় গিয়ে গবেষণা করার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানা গিয়েছে, আগামী ২০ এপ্রিল বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন শুরু হতে চলেছে কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে। সম্মেলনের প্রথম দিনেই স্বাক্ষরিত হবে শিক্ষার প্রসার সংক্রান্ত রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চুক্তি। উপস্থিত থাকবেন রাশিয়ার কনসাল জেনারেল ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য আধিকারিকরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহের কারনে রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স এর কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারছেন না।

আরও পড়ুন:  Medinipur: নিখোঁজ শিশু, বাড়ির সামনে খেলার সময় বেপাত্তা

বিশ্ববিদ্যালয় উপাচার্য শিবাজীপ্রতিম বসুর তরফে জানা গিয়েছে, চুক্তির ফলে গবেষণার সঙ্গে রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সের পড়ুয়াদের সঙ্গে যৌথভাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা গবেষণাপত্র প্রকাশ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ