মেদিনীপুরে পথ কুকুর ও বালির গাড়ির দৌরাত্ম্য, পিষ্ট হয়ে মৃত দুইজন

মেদিনীপুরে পথ কুকুর ও বালির গাড়ির দৌরাত্ম্য, পিষ্ট হয়ে মৃত দুইজন

রাতে মেদিনীপুর শহরের রাস্তায় পথ কুকুর ও বালির ট্রাকের দৌরাত্ম্য ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এই দুই এর ফলে মঙ্গলবার ভোর রাতে পিষ্ট হয়ে মৃত্যু হল দুই জনের।

জানা গিয়েছে, মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় প্রয়োজনীয় কাজ সেরে ভোর রাতে বাইকে বাড়ি ফেরার পথে জগন্নাথ মন্দির এলাকার প্রধান রাস্তায় ওঠার আগে বেশ কিছু পথ কুকুর শেখ হাশমত (৩৮) কে তাড়া করে। তিনি তাদের এড়াতে দ্রুত বড় রাস্তায় উঠতে গেলে মেদিনীপুর শহর থেকে খড়্গপুর গামী একটি দশ চাকার বালি ট্রাক বেপরোয়া গতিতে এসে তাঁকে পিষে। দুর্ঘটনার পরেই ট্রাকটি পালাবার সময় ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ফের একজন পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুইজনেই মারা যান। ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

এলাকাবাসীর অভিযোগ, মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় রাতের বেলায় পথ কুকুরদের দৌরাত্ম বাড়ছে। অনেকেই তাদের তাড়ায় দুর্ঘটনায় পড়েছেন। অনেকে কামড়ের আহত হয়েছেন। একই সঙ্গে রাতের বেলায় কংসাবতী নদী থেকে বালি বোঝাই করে বেপরোয়া গতিতে যাতায়াত করে ট্রাকগুলি। পুলিশ প্রশাসনের উদাসীনতার অভিযোগ এনেছেন স্থানীয়রা। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানও পথ কুকুর ও বেপরোয়া বালি ট্রাকের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এই দুই বিষয়ে যাতে বন্ধ হয় সেটা দেখা হচ্ছে, বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ