Friday, September 29, 2023

Horoscope Today: আজকের রাশিফল ১৬/৯/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : সকাল থেকে মানসিক অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন।নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে।আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আজ লক্ষ্যের দিকে একাগ্র থাকতে হবে। জরুরি কাজ সময়ের মধ্যেই করে নিতে হবে। চাকরির ব্যাপারে চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও অংশে যন্ত্রণা থেকে কষ্ট। প্রেমের দিকে জটিলতা বৃদ্ধি। কোনও উপহার আসার সম্ভাবনা। কর্মস্থানে অস্থিরতা বাড়তে পারে। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা। সন্তানের সাফল্যে সন্তোষ।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন। আজ সারাদিন আলস্যে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : সকাল থেকে প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদ বা তর্ক বাধতে পারে। ব্যবসার দিকে খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণ থেকে অশান্তি বৃদ্ধি। কাজের দিকে কোনও ভুল হবার সম্ভাবনা। ঘরের শত্রু থেকে একটু সাবধান।কোনও সুযোগ নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার থেকে সাহায্য মিলতে পারে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন-তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যধিক সেই প্রয়োজনীয় অব্যাহতি দেবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : দেবীর আরাধনা দিয়ে দিন শুরু করুন। সন্তানের জন্য খুব ভাল দিন। সকাল দিকে ব্যবসায় বাড়তি কিছু খরচ নিয়ে চিন্তা। আজ কোনও অশুভ কিছু ঘটতে পারে। শরীরের কোনও অংশে পুরনো ব্যথা বাড়তে পারে। কর্মস্থানে সমস্যা নাজেহাল করবে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ।আত্মীয়ের সঙ্গে ব্যবসার ব্যপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা।

তুলা/ Libra রাশিফল Rashifal : ব্যবসার ব্যাপারে কোনও বাজে খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার ভাল লাগবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : বকেয়া কাজ নিষ্পত্তির চেষ্টা করুন। রাগের বশে মুড অফ থাকতে পারে। ব্যবসায় অতিরিক্ত ব্যয়ের কারণে ঋণ হতে পারে। প্রতিবেশীর জন্য কোনও অশান্তি বৃদ্ধি। অনেক দিনের আশা পূরণ হবার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। খারাপ কোনও চিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু প্রাপ্তিযোগ।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ সকালের দিকটা একটু ভাল ভাবে চলতে পারে। সন্ধ্যার পরে বিবাদ থেকে সাবধান থাকুন। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে।

আরও পড়ুন:  Ganesh Chaturthi 2023: গনেশ চতুর্থীতে ৩ শুভ যোগ

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ কথাবার্তায় বিশেষভাবে সংযম বজায় রাখতে হবে। কেননা, আপনার কথাতেই কাজ হয়ে যেতে পারে, কিংবা তা বিগড়েও যেতে পারে। ব্যবসার জন্য খরচ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়ও বৃদ্ধি। চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তদের কিছু সমস্যা দেখা যেতে পারে। খুচরো ব্যবসায়ীরা পণ্যের গুণমান সম্পর্কে সজাগ থাকুন।নিজের চেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন। হজমের গণ্ডগোল হতে পারে। চাকরির জন্য ভাল যোগাযোগ হওয়ায় আনন্দ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ।

মীন/ Pisces রাশিফল Rashifal : কাজের ব্যপারে উদ্বেগ বাড়তে দেবেন না। খেলাধূলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক রাগ থেকে বিরত থাকতে হবে। কুটিল মনোভাবের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পেতে পারে। অর্থ ব্যপারে সাহায্য পাওয়ার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে।পেটের সমস্যা থেকে সাবধান।

x

Latest articles

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও গোটা রাজ্যে উত্তপ্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল নিয়মিত স্কুল...

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

Canada Durga Puja : পুজোয় উইন্ডসরে এক টুকরো বাঙালিয়ানা, অপেক্ষায় প্রবাসীরা

আপনি যেখানেই যান, কপাল নয়, সঙ্গে পাবেন 'বাঙালি'কে। আর বাঙালি যেখানেই যায়, সেখানে বহন...

আরও খবর

Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

আজ ২৮শে সেপ্টেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চার জেলায় কেমন আবহাওয়া(Weather) থাকতে পারে আসুন দেখে...

Todays Petrol Diesel Price 22/9/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

ChatuBabu LatuBabu Puja : কলকাতার বাবুয়ানির সাক্ষ্য বহন করে ছাতুবাবু-লাটুবাবুর দুর্গাপুজো

কলকাতার (Kolkata Puja) বনেদী বাড়ির পুজোগুলিতে (Bonedi Barir Durga Puja) আজও বিগতকালের ইতিহাস। সেই...