May Day : মে দিবস কেন? ভারতে মে দিবসের ইতিহাস ও গুরুত্ব

May Day : মে দিবস কেন? ভারতে মে দিবসের ইতিহাস ও গুরুত্ব

শ্রমিকদের কৃতিত্ব ও অবদানকে সম্মান জানিয়ে ১ লা মে তারিখটি পালিত হয় মে দিবস হিসাবে। এটি শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামে পরিচিত। পৃথিবী জুড়ে শ্রমিকদের নিষ্ঠা, কুশলতাকে সম্মান জানানো হয় এই দিন।

১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের ৮ ঘন্টা কাজের দাবিতে মিছিলে গুলিচালনার ঘটনা ঘটে। এরপরে আমেরিকায় মার্কসবাদী আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস ১৮৮৯ সালে একটি রেজোলিউশন গ্রহণ করে সিদ্ধান্ত নেয়, কর্মীদের দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য করা যাবে না। শ্রমিকদের আত্মত্যাগের এইদিন মে দিবস।

১৯২৩ সালের ১ লা মে ভারতের তৎকালীন মাদ্রাজে, হিন্দুস্তান লেবার কিষান পার্টি প্রথম মে দিবসের আয়োজন করেছিল। ভারত-সহ ৮০টির বেশি দেশে পালিত হয় মে দিবস। মে দিবস “মহারাষ্ট্র দিবস” ও “গুজরাত দিবস” হিসেবেও পালিত হয়। ১ লা মে তারিখটি মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে সারা দেশে ছুটি হিসাবে পালিত হয়। অনেক সংগঠন এইদিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমেও পালন করে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ