North Bengal Tour : ঘুরে আসুন উত্তরবঙ্গে অর্কিডের স্বর্গোদ্যান দারাগাঁও

North Bengal Tour : ঘুরে আসুন উত্তরবঙ্গে অর্কিডের স্বর্গোদ্যান দারাগাঁও

উত্তরবঙ্গের পরিচিত পর্যটনস্থলগুলিতে এই গরমে প্রচণ্ড ভিড়। তাই অনেকেই খুঁজে ফেরেন নিরিবিলি অজানা কোনো স্থান। তেমনইনেক নির্জন স্থান কালিম্পং-এর কাছে দারাগাঁও। কালিম্পং এর কাছে অবস্থিত এই পাহাড়ি গ্রাম অর্কিডের স্বর্গোদ্যান হিসাবে পরিচিত। সেই সঙ্গে গ্রামের উপত্যকার উপর দিয়ে বয়ে গিয়েছে তিস্তা নদী। চারিদিকে সবুজের সমারোহ। সেই সঙ্গে আকাশ পরিষ্কার থাকলে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। পাশেই কালিম্পং-এ রয়েছে দুরপিন দারা মনাস্ট্রি, ডেলো পার্ক, ক্যাকটাস গার্ডেন। প্রায় ১০০ বছরের প্রাচীন দারাগাঁও বাংলো ঘিরে অরেঞ্জ অর্কিডের সম্ভার। দেখা মেলে হিমালয়ান উপত্যকার বিভিন্ন পাখির।

কিভাবে যাবেন –
এনজেপি তথা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করতে পারেন। অথবা শিলিগুড়ি বাস টার্মিনাল থেকে বাসে বা দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়িতে কালিম্পং। সেখান থেকে রামধুরার পথে শেয়ার কার ধরে দারাগাঁও।

কোথায় থাকবেন –
দারাগাঁও-এ থাকার জন্য অনেক হোম স্টে আছে। হামরো হোম, দারাগাঁও ইকো ভিলেজ হেরিটেজ হোম স্টে। থাকা যায় দারাগাঁও বাংলোতেও।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ