প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে দলের নেতাদের বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগ আনলেন খোদ তৃণমূলের অভিনেতা সাংসদ দেব তথা দীপক অধিকারীর জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী। তাঁর দাদার নাম ভাঙিয়ে কাটমানি তোলা ও সালিশির নামে রাজনৈতিক ব্যবসা চালানোর অভিযোগ এনেছেন পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকার তৃণমূল নেতৃত্বদের একাংশের বিরুদ্ধে।

তৃণমূলের অভিনেতা সাংসদ দেব তথা দীপক অধিকারীর আত্মীয়দের বাস তাঁর আদিবাড়ি কেশপুরের মহিষদা গ্রামে। সেখানকার বাসিন্দা তাঁর জ্যাঠতুতো ভাই বিক্রম অধিকারী পুরোহিত হিসাবে জীবিকা নির্বাহ করেন। পৈত্রিক বাড়ি ভগ্ন প্রায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ২০১৬ সালে সরকারি আবাস যোজনায় পাওয়া টাকা স্থানীয় তৃণমূল নেতাদের কাটমানি হিসাবে দিতে হয়েছিল। ফলে বাড়ি তৈরি সম্ভব হয়নি৷

জনপ্রিয় খবর:  IIT Kharagpur : ছাত্র ফাইজান আহমেদের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

তাঁর আরও অভিযোগ, তিনি দেবের ভাই, এই পরিচয় সামনে রেখে এবং সাংসদ দেবের নাম ব্যবহার করে তৃণমূল নেতাদের একাংশ বিভিন্ন সালিশির নামে গ্রামের বাদিন্দাদের থেকে টাকা আদায় করছে৷ টাকা নিয়ে বিবাদের ফয়সালা করছে৷ তাঁকে সামনে রেখে রাজনৈতিক ব্যবসা হচ্ছে বলেও অভিযোগ বিক্রমের। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। কেশপুর ব্লক তৃণমূলের তরফে অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় খবর:  Medinipur : মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি, কলেজ পড়ুয়াদের গণস্বাক্ষর সহ দাবি রাজ্যপালের কাছে