মেষ : কাছের বন্ধুর দ্বারা ক্ষতির যোগ রয়েছে আজ। আজ আপনার ব্যবহারে কেউ দুঃখিত বোধ করবেন, তবে নিজের মানসিক কষ্ট থেকে বেরিয়ে আসুন। ব্যবসায় আজ চাপের দিন।
বৃষ : আজকের দিনে বিবাহের কতা বার্তা না বলাই মঙ্গল। অতিরিক্ত খরচের যোগ থাকলেও, আজকের দিনে উপহার পেতে পারেন। অচেনা লোক আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।
- Advertisement -
মিথুন : ব্যবসায় নতুন কাজ আসার পাশাপাশি অফিসেও সুনাম বাড়বে। শারীরিক সমস্যার মধ্যে মাথার যন্ত্রণা দেখা দিতে পারে। আজকের দিনে দাম্পত্য কলহ বাড়বে।
- Advertisement -
কর্কট : পেটের সমস্যা থেকে দূরে থাকুন। অর্থ সাহায্যের সম্ভাবনা রয়েছে আজকের দিনে।
সিংহ : খরচা নিয়ে দাম্পত্য কলহ বাড়লেও, সুখের খবর আসতে চলেছে আজ। আর্থিক বিষয়েও সাহায্য পেতে পারেন। তবে কোন আত্মীয়র সাথে আজ বিবাদের দিন।
কন্যা : আইন সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে বা অন্য কোন ক্ষেত্র থেকে ভালো কাজের অফার আসতে পারে। তবে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষত বাবার শারীরিক অসুস্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।
তুলা : ব্যবসায় চাপ বাড়ার পাশাপাশি শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। বিশেষত পেটের অসুখে ভুগতে পারেন আজকে। আজকের দিনে জমি, বাড়ি ক্রয়ের যোগ রয়েছে।
বৃশ্চিক : আজকের দিনে কথা বুঝে না বললে, বন্ধু এবং পড়শিদের সাথে গোলযোগ বাঁধতে পারে। তবে আজকের দিনে হার্টের সমস্যা দেখা দিতে পারে।
ধনু : বন্ধুদের সাথে মনোমালিন্য হবে আজ। সেইসঙ্গে আসবে আর্থিক চাপও। বাবা মায়ের সঙ্গে সম্পত্তি বিষয়ক আলোচনা করতে পারেন আজকে। তবে আজকের দিনে এই রাশির জাতক জাতিকাকে ক্রোধ সংবরণ করতে হবে।
মকর : স্ত্রীর কারণে জীবনে আনন্দের সঞ্চার ঘটবে। কাজের আসবে উন্নতি। আজকের দিনে বিশেষত ঘরোয়া অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন।
কুম্ভ : ব্যবসায়িকদের কাছে আজকের দিনটি অত্যন্ত শুভ। তবে এই রাশির জাতক জাতিকারা আজকের দিনে আগুন থেকে দূরে থাকুন। অফিসের কাজে জটিলতা দেখা দিলেও, খেলাধূলা এবং বিবাহের বিষয়ে মনে আনন্দের সঞ্চার ঘটবে।
মীন : আজকের দিনে মহাজনের সঙ্গে বেশি তর্কে না জড়ানই শ্রেয়। রাজনৈতিক ব্যক্তিদের কাছে আজকের দিনটি অত্যন্ত শুভ সংবাদ নিয়ে আসবে।