পাঞ্জাব নির্বাচন : ‘টেলিফোনে ভোট দিয়ে জনতা ঠিক করবে মুখ্যমন্ত্রী’, অভিনব প্রচার কৌশল আপ-এর

পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে এবারে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ করছে আম আদমি পার্টি (আপ)। বিভিন্ন সমীক্ষায় ভোটে আপ এর ভালো ফলের ইঙ্গিতও মিলেছে। প্রচারের বিশেষ প্রস্তুতিও নিয়েছে তারা। এবার প্রচারে অভিনব কৌশল গ্রহণ করলো আপ। তাদের তরফে টুইট করে জানানো হয়েছে নির্বাচনে জয়ী হলে টেলি ভোটের মাধ্যমে জনসাধারণই নির্বাচন করবেন মুখ্যমন্ত্রী।

আপের তরফে পাঞ্জাবে প্রচার শুরু হলেও এখনও প্রচারের প্রধান মুখ তথা মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করেনি আপ। এবার আপের পঞ্জাব শাখার তরফে টুইট করে বলা হয়েছে, “৭০৭৪৮৭০৭৪৮ নম্বরে ফোন করুন। আমাদের জানান, মুখ্যমন্ত্রী হিসেবে আপের কাকে আপনার পছন্দ।” একই বক্তব্য জানিয়ে আপ-এর তরফে নির্বাচনী পোস্টার লেখাও হয়েছে। একই সঙ্গে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল জানিয়েছেন, টেলি-ভোটিংয়ের ভিত্তিতে আগামী ১৭ জানুয়ারি পাঞ্জাবে দলের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ