মোবাইল গেমের মর্মান্তিক পরিণতি! বন্ধুদের হাতে খুন নাবালক

images 2024 01 17t192622.028

মোবাইলে খেলা অনলাইন গেমের আইডি নিয়ে মতান্তরের জেরে মর্মান্তিক পরিণতি। নাবালককে খুন করে প্রমাণ লোপাট করতে দেহ পুড়িয়ে দিল চারজন বন্ধু। ঘটনাটি মুর্শিদাবাদের ফরাক্কার।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কা বাঁধ প্রকল্প আবাসনের ৯ নম্বর ব্লকের বাসিন্দা নাবালক পাপাই দাসের সঙ্গে অনলাইন গেম ফ্রি ফায়ারের আইডি সংক্রান্ত বিষয় নিয়ে বচসা হয় চারজন বন্ধুর। তারপর থেকে গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল পাপাই। পরিবারের তরফে পুলিশে জানানো হয়। সোমবার ঘোড়ায়পাড়া-নিশিন্দ্রা নৌকো ঘাটের মাঝে ৮ নম্বর ব্লকের ফিডার ক্যানেলের ধারে জঙ্গলের মধ্যে এক কিশোরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেহের উল্কি দেখে পাপাই বলে সনাক্ত করে পরিবার।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 26/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

এরপর জানা যায়, চারজন নাবালক বন্ধু অনিক কর্মকার (১৬), রৌশন জমাদার (১৭), আব্বাস শেখ (১৮), শুভজিত্‍ মাঝি (১৬) র সঙ্গে ফ্রি ফায়ার গেমের আইডি কেনা ও ব্যবহার নিয়ে বচসা হয় পাপাইয়ের। তখনই তাকে খুন করে বন্ধুরা জঙ্গলে ফেলে দেয় বলে অভিযোগ। পরে প্রমাণ লোপাট করতে পেট্রোল দিয়ে দেহ জ্বালিয়েও দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায়।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 25/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ