- Advertisement -
ওড়িশার বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের দুর্ঘটনা কাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার অরুণ কুমার মোহান্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার নামে তিনজন রেল কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির। ২ জুন সেই মর্মান্তিক ঘটনায় আপ করমণ্ডল এক্সপ্রেস তীব্র গতিতে লুপলাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা দেয়। লাইনচ্যুত হয় কামরা। একই সময়ে ডাউন লাইনে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত কামরাগুলিতে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়ে। ২৮৮ জনের মৃত্যু হয়। আহত হাজারেরও বেশি রেলের তরফে সেই ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই-কে।