Aditya L1 : প্রস্তুতি সম্পূর্ণ, সূর্য অভিযানের আগে ছবি প্রকাশ ইসরোর

Aditya L1 : প্রস্তুতি সম্পূর্ণ, সূর্য অভিযানের আগে ছবি প্রকাশ ইসরোর

সূর্য অভিযানের লক্ষ্যে আদিত্য এল১ মিশনের মহড়া সম্পূর্ণ হল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার পরেই ছবি প্রকাশ করলো। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে অভিযানের।

আগামী ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ যান আদিত্য এল১। ইসরো সোমবার, ২৮ আগস্ট এই ঘোষণা করেছে। সমস্ত বিষয় ঠিক থাকলে ঐদিন শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে দেশের প্রথম সোলার রিসার্চ অবজারভেটরি পিএসএলভি সি৫৭ রকেটে চড়ে সূর্যের উদ্দেশ্যে যাত্রা করবে।

আরও পড়ুন:  Aditya L1 : সূর্যের কত কাছে যাবে আদিত্য? কি বলছে ইসরো

বুধবার আদিত্য এল১ মিশনের লঞ্চ এর মহড়া সম্পন্ন করেছে ইসরো। মূল মহাকাশ যানের সঙ্গে সংযুক্ত হয়েছে পিএসএলভি রকেট। মিশনের স্বাস্থ্য পরীক্ষার পর ইসরো জানিয়েছে, সমস্ত যন্ত্রাংশ সফলভাবে কাজ করছে। মিশনে রয়েছে মোট ৭টি পেলোড। মহাকাশের তাদের মাধ্যমে গবেষণা চালাবে আদিত্য এল ১। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিমি দূরে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ১ এর কক্ষপথে উৎক্ষেপনের ৪ মাস পরে স্থাপিত হবে আদিত্য এল১।, তারপর আগামী ৫ বছর ধরে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ কালে করোনাল হিটিং, করোনাল মাস ইজেকশন, প্রি-ফ্লেয়ার, সৌর ঝড় প্রভৃতি একাধিক বিষয়ে গবেষণা চালিয়ে ইসরোকে তথ্য পাঠাবে সে৷

আরও পড়ুন:  Chandrayaan-3 : চাঁদের মাটিতে প্রজ্ঞানের অবতরণ, দেখুন ভিডিও

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ