Aditya L1 : দেশীয় প্রযুক্তিই ভরসা, সূর্য অভিযানে স্বনির্ভরতার বার্তা

Aditya L1 : দেশীয় প্রযুক্তিই ভরসা, সূর্য অভিযানে স্বনির্ভরতার বার্তা

ইসরোর রোভার প্রজ্ঞান এখনও ঘুরে বেড়াচ্ছে চাঁদের মাটিতে। তারই মধ্যে উৎক্ষেপণ হতে চলেছে ইসরোর সূর্য অভিযানের। ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ যান আদিত্য এল১ইসরো সোমবার, ২৮ আগস্ট এই ঘোষণা করেছে। সমস্ত বিষয় ঠিক থাকলে ঐদিন শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে দেশের প্রথম সোলার রিসার্চ অবজারভেটরি পিএসএলভি সি৫৭ রকেটে চড়ে সূর্যের উদ্দেশ্যে যাত্রা করবে।

আরও পড়ুন:  Aditya L1 : এবার সূর্যে পাড়ি দেবে ইসরোর মহাকাশ যান আদিত্য এল১

চন্দ্রযানের মতোই সূর্য অভিযানেও দেশীয় প্রযুক্তিতেই ভরসা রেখেছে ইসরো। বিভিন্ন গবেষণার জন্য আদিত্য এল ১-এর একটি প্রধান পেলোড ও আরও ছ’টি পেলোড, অর্থাৎ যন্ত্র থাকবে। এই সবকটি পেলোড তৈরি করেছে কোনও না কোন দেশীয় সংস্থা। অভিযানের সঙ্গে যুক্ত আমেদাবাদ স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের অধিকর্তা নীলেশ দেশাই জানিয়েছেন, আদিত্য এল১ এর প্রধান পেলোডটি বানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। বাকি ৬টি বিভিন্ন দেশীয় সংস্থা তৈরি করেছে। মহাকাশ অভিযানে ভারত যে সম্পূর্ণ স্বনির্ভর হয়ে উঠেছে চন্দ্রযানের পর তা প্রমাণ করতে চলেছে আদিত্য এল১-ও।

আরও পড়ুন:  Chandrayaan-3 : চাঁদের মাটিতে প্রজ্ঞানের অবতরণ, দেখুন ভিডিও

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ