Medinipur : মেদিনীপুরে বর্ষ শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আয়োজনে ‘স্বর-আবৃত্তি’

img 20240101 wa0005

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে আবৃত্তির মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো হল। ‘স্বর-আবৃত্তি’ মেদিনীপুরের প্রদ‍্যুত স্মৃতি ভবনে আয়োজন করেছিল তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উৎসারিত আলো’। জেলার বিশিষ্ট দশটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলার পাখি, ফুলে ফুলে, ভোকাট্টা, মেঘেদের কান্ড দেখো, এই মশা, আয় ভূত, পুজো এলো, আমাদের শিক্ষক, ভ্রমণ, এলোমেলো ছড়া, ছড়ায় অন্নদাশঙ্কর, চন্দ্রযান, সহজপাঠ একাধিক বিষয়ে আবৃত্তি উপস্থাপনা করে। ‘স্বর-আবৃত্তি’র ছাত্রছাত্রীরা পোস্টকার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছিল পরিচিতদের। একলব্য থিয়েটার এসোসিয়েশন ও স্বর-আবৃত্তি মেদিনীপুরের যৌথ প্রযোজনায় ‘এ মৃত্যু উপত্যকা আমার দেশ না’ আবৃত্তির মঞ্চায়ন হয়। আমন্ত্রিত আবৃত্তির দল হিসেবে দেবব্রত দত্তের পরিচালনায় ‘ছন্দায়ন’ এর শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে সহযোগী সাংস্কৃতিক সংগঠন হিসেবে উপস্থিত ছিলেন ছন্দম, স্বরলিপি, সুরবাহার, জাগরী সংগীত নিকেতন, মল্লার, নটরাজ ডান্স একাডেমি, নৃত্যাঞ্জলি, শেষাদ্রী ডান্স একাডেমির প্রতিনিধিরা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ