Supreme Court : “হিন্দু জীবনধারা! দেশকে উত্তপ্ত করবেন না”, শহর ও স্থানের নামবদলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Supreme Court : "হিন্দু জীবনধারা! দেশকে উত্তপ্ত করবেন না", শহর ও স্থানের নামবদলের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

“হিন্দু কোনো ধর্ম নয়! একটি জীবনধারা! দেশকে উত্তপ্ত করবেন না!” বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের দেশের বিভিন্ন শহর এবং ঐতিহাসিক স্থানের নাম বদলের জন্য কমিশন গঠনের আর্জি খারিজ করে কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কেএম জোসেফ এবং বিভি নাগারত্নের বেঞ্চ।

সাম্প্রতিক সময়ে দেশের একাধিক শহর, রেল স্টেশন, ঐতিহাসিক স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। তারই মধ্যে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন করে বলেন, রিনেমিং কমিশন গঠন করে দেশের বিভিন্ন স্থানের ‘প্রাচীন হিন্দু নাম’ ফিরিয়ে আনার। তিনি অভিযোগ করেন, “১৫তম শতাব্দীতে ‘নৃশংস, হিংস্র, নির্দয় অনুপ্রবেশকারী’রা দেশকে লুট করেছিল।” “সেই সমস্ত পরিবর্তিত নাম পরিবর্তন করে হিন্দুদের অধিকার রক্ষা করে সংস্কৃতি, ধর্মের অধিকার” ফিরিয়ে দেওয়ার আর্জি জানানো নয়। এই আবেদন খারিজ করে কড়া মন্তব্য করলো সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:  SSC Scam : চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টে গ্রুপ ডি কর্মীরা, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ

বিচারপতি কেএম জোসেফ এবং বিভি নাগারত্নের বেঞ্চ মন্তব্য করে, “এটি হিন্দুকে ছোট করা! হিন্দু একটা জীবনধারা, এখানে ধর্মান্ধতার কোনো স্থান নেই!” সুপ্রিম কোর্ট আরও বলে, “শুধু মাত্র ধর্ম না হয়ে, হিন্দু জীবনধারা হওয়ায় ভারত সকলের সঙ্গে আত্মীক হতে পেরেছে তা সে বন্ধুই হোক বা অনুপ্রবেশকারী। সেই কারণেই আমরা সবাই একসঙ্গে বাস করতে পারছি!” ‘ভাঙন তৈরি করে শাসন’ তত্ত্ব ব্রিটিশরা আমদানি করেছিল বলে মনে করিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের সতর্কবাণী, “এই ধরণের পিটিশনের মাধ্যমে আমাদের পুনরায় আলাদা করবেন না। দেশকে মাথায় রাখুন, ধর্মকে নয়!”  শীর্ষ আদালতের মন্তব্য, ‘‘অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না যা বৈষম্য তৈরি করবে। দেশকে উত্তপ্ত করবেন না।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ