ISL 2022-23: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল-কেরালা, নজরে লাল-হলুদের সম্ভাব্য একাদশ

ISL 2022-23: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল-কেরালা, নজরে লাল-হলুদের সম্ভাব্য একাদশ

শুক্রবার শুরু হতে চলেছে আইএসএল(ISL 2022-23)।</strong> সন্ধ্যা ৭:৩০ টায় নবম আইএসএলের উদ্বোধনী (ISL 2022-23) ম্যাচ খেলা শুরু হবে কেরলের কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। মুখোমুখি হবে ইস্টবেঙ্গলকেরালা ব্লাস্টার্স।

দীর্ঘদিন স্পনসর সমস্যায় জর্জরিত থাকার পর ইমামিকে পাশে পেয়ে দল সাজিয়েছে লাল-হলুদ। কিন্তু আইএসএল এ প্রথম ম্যাচেই তাদের বিপক্ষে আইএসএল এর ইতিহাসের অন্যতম ধারাবাহিক দল কেরালা ব্লাস্টার্স(Kerala Blaster)। ২০১৪, ২০১৬, ২০২১ সালের রানার্সরা এই বছর ইভান ভুকুমানোভিচের তত্ত্বাবধানে দলকে সাজিয়ে ট্রফি জিততে মরিয়া। অন্যদিকে স্টিফেন কনস্ট্যানটাইনের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল(East Bengal) ব্রিগেড সাজাচ্ছে তাদের সম্ভাব্য একাদশ।

ডুরান্ড কাপে ৪-৪-২ ফর্মেশনে প্রতিটা ম্যাচ খেলতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলকে। মনে করা হচ্ছে নিজের এই পছন্দের ছকেই দল নামাতে পারেন স্টিফেন কনস্ট্যানটাইন। দলের সম্ভাব্য একাদশে গোলকিপার কমলজিৎ সিং, সেন্ট্রাল ডিফেন্সে ইভান গোঞ্জালেজ ও লালচুংনুংগার খেলার সম্ভাবনা। চারালাম্বোস কিরিয়াকু ও জেরি লালরিনজুয়ালা থাকতে পারেন সাইডব্যাক হিসেবে। জর্ডান ও’ ডোহার্টি অ্যাটাকিং মিডফিল্ডার, দুই উইং হাফে অনিকেত যাদব এবং সুমিত পাসি, মাঝমাঠের কিছু নীচে সৌভিক চক্রবর্তীকে খেলানো হতে পারে। ভিপি সুহের ও ক্লেইটন সিলভার শুরু করতে পারেন ফরওয়ার্ড হিসেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ