Rahul Gandhi : মহিলা সাংসদদের ‘ফ্লাইং কিস’ দেওয়ার অভিযোগ রাহুলের বিরুদ্ধে, উত্তপ্ত লোকসভা

Rahul Gandhi : মহিলা সাংসদদের 'ফ্লাইং কিস' দেওয়ার অভিযোগ রাহুলের বিরুদ্ধে, উত্তপ্ত লোকসভা

বুধবার লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের মাঝেই গুরুতর অভিযোগ উঠলো রাহুল গান্ধীর বিরুদ্ধে। নিজের বক্তৃতায় স্মৃতি ইরানি অভিযোগ করেন, মহিলা সাংসদদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়েছেন রাহুল। অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির মহিলা সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

মোদী পদবি নিয়ে মন্তব্যের মামলা ও জেলের শাস্তির পর সাংসদ পদ হারিয়েছিলেন রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর তিনি সদ্য সাংসদ পদ ফিরে পেয়েছেন। এরই মধ্যে বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে। বুধবার নিজের বক্তব্যে মোদীকে তীব্র আক্রমণ করেন রাহুল। মণিপুর প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ করেন তিনি। এরপর সংসদ ছেড়ে বের হয়ে যান রাহুল। তাঁর পরেই নিজের বক্তব্য পেশ করতে উঠে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রাহুলের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দাওয়ার অভিযোগ আনেন।

স্মৃতির অভিযোগ প্রসঙ্গে লোকসভা টিভিতে কিছু দেখা যায়নি। অধিবেশন কক্ষ থেকে রাহুল বের হওয়ার সময় তাঁর হাতে থাকা কিছু নথিপত্র মেঝেতে পড়ে যায়। তা দেখে সরকার পক্ষের অনেকে হাসতে শুরু করেন। অভিযোগ, রাহুল নথিপত্র কুড়িয়ে নেওয়ার সময়ে ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে চুম্বন ছোড়ার ভঙ্গি করেছেন। ট্রেজারি বেঞ্চে থাকা বিজেপির মহিলা সাংসদেরা কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজের নেতৃত্বে লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ