Suvendu Kurmi : ‘কুড়মি নেতা রাজেশ বিক্রি হয়েছেন’! ঘোরতর অভিযোগ শুভেন্দু অধিকারীর

Suvendu Kurmi : 'কুড়মি নেতা রাজেশ বিক্রি হয়েছেন'! ঘোরতর অভিযোগ শুভেন্দু অধিকারীর

বুধবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পিংবনীর সভা থেকে কুড়মি নেতা রাজেশ মাহাতোর বিরুদ্ধে ঘোরতর অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘বিক্রি’ হয়ে গিয়েছেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো। এই বিষয়ে কুড়মিদের সতর্ক করেছেন তিনি।

বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবস উপলক্ষে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ৫০ কিমি দূরে পিংবনীতে সভা করলেন শুভেন্দু অধিকারী। যদিও প্রাথমিক ভাবে সভার অনুমতি মেলেনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের কাছ থেকে অনুমতি নেন শুভেন্দু। এইদিন সেই প্রসঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিরোধী দলনেতা। বলেন, “উনি শুধু একা সভা করবেন। পশ্চিমবঙ্গ যেন ওঁর একার।’’ তিনি দাবি করেন, ২০০৯ সালের ৯ আগস্ট লালগড় রামকৃষ্ণ স্কুলের মাঠের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের রাস্তা চিনিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:  Mamata Banerjee : ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বাড়লো ৫০০ টাকা, পঞ্চায়েত ভোটের পর দরাজ মমতা

কয়েকমাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা চালানো এবং মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজেশ মাহাতো সহ বেশ কয়েকজন কুড়মি নেতাকর্মী গ্রেপ্তার হন। সম্প্রতি রাজেশ মাহাতো জামিন পেয়েছেন। মঙ্গলবার ঝাড়গ্রামে এসেই সেই রাজেশ মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে কটাক্ষ হেনেছেন শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেন, ” রাজেশ মাহাতোকে কিনে নিয়েছেন।” বলেন, “আগে রাজেশকে ক্রিমিনাল বলেছিলেন উনি। এখন সেই রাজেশের সঙ্গে! আর রাজেশকেও বলিহারি। গিয়ে মমতার পায়ে পড়েছেন। তবে রাজেশ বিক্রি হতে পারে, কুড়মিরা বিক্রি হওয়ার লোক নয়। জনজাতির লোকজন বিক্রি হওয়ার নয়।” কুড়মি সম্প্রদায় এবং জাকাত মাঝি পরগনার সদস্যদের উদ্দেশ্যে শুভেন্দু আরও বলেন, “আপনাদের টুপি পরানোর চেষ্টা করছেন। টুপি পরবেন না।”

আরও পড়ুন:  Durga Puja 2023 : দুর্গাপুজোয় ৭০ হাজার টাকা করে কমিটিগুলিকে, কার্নিভাল ২৭ অক্টোবর

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ