National Science Day : কি সেই রামনের আবিষ্কার, যার জন্য পালিত হয় বিজ্ঞান দিবস

National Science Day : কি সেই রামনের আবিষ্কার, যার জন্য পালিত হয় বিজ্ঞান দিবস

২৮ শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। ১৯২৮ সালের এই দিনেই ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রামন আবিষ্কার করেন ‘রামন এফেক্ট’। এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার পান তিনি। তাঁর প্রতি সম্মানার্থে আবিষ্কারের দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু কী এই ‘রামন এফেক্ট’ !

আরও পড়ুন:  National Science Day : বিজ্ঞান দিবসে কি কি ছিল বিগত কয়েক বছরের থিম

আলো হল তড়িৎ চৌম্বক তরঙ্গ। সমস্ত পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণু-পরমানুর সমন্বয়ে গঠিত। যে কোনো রঙের আলো হল তড়িৎ চৌম্বক তরঙ্গ, যা কোনো বস্তুর উপর পড়লে সেই বস্তুর অনুগুলি স্পন্দিত হয়। কোনো আলো বস্তুর উপর পড়লে তা বিচ্ছুরিত হয় তিনটি বিকিরণে- বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো, কম তরঙ্গদৈর্ঘ্যের আলো এবং সম তরঙ্গদৈর্ঘ্যের আলো। এই ঘটনাই রামন এফেক্ট নামে পরিচিত। এটি কাজে লাগিয়েই চিকিৎসা বিজ্ঞানে শরীরে রোগে আক্রান্ত কোষকে শনাক্তকরণ, রমন স্পেকট্রোস্কপি, অনু পরমানুর গঠন নির্ণয় ও শক্তির স্তর নির্ণয়ে সুবিধা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ