ISL 2022-23: কেরলকে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাসী বাগান-শিবির, বার্তা কোচের

ISL 2022-23: কেরলকে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাসী বাগান-শিবির, বার্তা কোচের

 

‘অবিশ্বাস্য এক ফুটবল আবহ’! কেরলকে হারিয়ে এই ভাবেই ম্যাচকে অভিহিত করেছিলেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। চেন্নাই ম্যাচে শেষের দিকের গোলে হারের পর জয় ছিল প্রয়োজনীয়৷ ডার্বির আগে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে কোচ তাই আত্মবিশ্বাসী।

চেন্নাইয়িন এফসির কাছে শেষ মুহূর্তে গোলহজম করে হেরেছিল মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সকে রবিবার রাতে ৭ গোলের থ্রিলারে হারিয়েছে ফেরান্দোর ছেলেরা। আর রুদ্ধশ্বাস জয়ের পরেই কোচের মুখে ডার্বি বার্তা। বলেন, “মনে হচ্ছিল, রিয়েল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচের স্কোর। আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের আরও তৈরি থাকতে হবে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কলকাতা ডার্বি খেলাটা একটা আলাদা সন্তুষ্টির বিষয়।” ম্যাচ নিয়ে পর্যবেক্ষণে জানান, ছেলেদের চাপের মুখে পারফর্ম করা শিখতে হবে। সেই সঙ্গে ডার্বির আগে বার্তা দিয়ে রাখলেন, ‘আশা করি, দল এই ম্যাচের জন্য প্রস্তুত!’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ