ISL 2023 : লিগশীর্ষে বাগান, জামশেদপুরের মাঠে জয় লিস্টন-পেত্রাত্রোসদের

ISL 2023 : লিগশীর্ষে বাগান, জামশেদপুরের মাঠে জয় লিস্টন-পেত্রাত্রোসদের

টানা চারটি ম্যাচ জয়। আই এস এলে (ISL) রীতিমতো ফুল ফোটাচ্ছেন মোহনবাগান ফুটবলাররা। আজ জামশেদপুরের বিরুদ্ধেও অব্যাহত থাকল পালতোলা নৌকার গতি। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আগে মোহন কোচ জুয়ান ফেরান্দর উদ্বেগ আরও বাড়িয়েছিলেন দলের দুই বিদেশি হুগো বুমোস ( Hugo Boumous) এবং কামিংস। আগের ম্যাচেই বসুন্ধরা এফসির বিরুদ্ধে চোট পেয়েছিলেন স্টপার আনোয়ার আলি। এদিন জামশেদপুরের বিরুদ্ধে ছিলেন না কামিংস এবং বুমোস। তারপরেও অবশ্য জয়ের ধারা অব্যাহত থাকল মোহনবাগানের।

এদিন নিজেদের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল জামশেদপুর। খেলার বয়স তখন মাত্র ৭ মিনিট। কাইথের ভুলে গোল হজম করে মোহনবাগান। জামশেদপুরকে এগিয়ে দেন মোহম্মদ শানান। গোল হজমের পর অবশ্য কিছুটা তেড়েফুঁড়ে আক্রমণে নামে বাগান শিবির। ২৯ মিনিটে মোহনবাগানের হয়ে গোল পরিশোধ করেন সাদিকু। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেত্রাত্রোসের নিশ্চিত গোল বাঁচান জামশেদপুর গোলরক্ষক। খেলার প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ঝড়ের গতিতে আক্রমণ শুরু করেন বাগান শিবির। ৪৮ মিনিটে জামশেদপুর রক্ষণকে বোকা বানিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো (Liston Colaco)। ৬৭ মিনিটে রেফারি লালকার্ড দেখান জামশেদপুর গোলরক্ষক টি পি রেহনেশকে। পরিবর্ত গোলরক্ষক হিসেবে নামেন বিশাল।

১০ জন হয়ে যাওয়ার পর কিছুটা ডিফেন্সিভ খেলতে শুরু করে জামশেদপুর। ৭০ মিনিটে ফ্রি কিক থেকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন পেত্রাত্রোস। খেলার ৮০ মিনিটে গোল করেন মোহনবাগানের তরুণ ফুটবলার কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। ৮৬ মিনিটে পেনাল্টি পায় জামশেদপুর। বিপক্ষ দলের ফুটবলারকে বাধা দেওয়ার জন্য হলুদ কার্ড দেখেন হেক্টর। জামশেদপুরের হয়ে ব্যবধান কমান স্টিভ আমব্রি।

তবে ভাগ্য সুপ্রসন্ন থাকলে আজ মোহনবাগানের বিরুদ্ধে ড্র করতে পারত জামশেদপুর। ৯৫ মিনিটে তাদের শট প্রতিহত হয় মোহনবাগান ক্রসবারে। পরপর ৪ টি ম্যাচ জিতে এখন লি মোহনবাগান, অন্যদিকে জামশেদপুর ৬ টি ম্যাচের মধ্যে জিততে পেরেছে মাত্র ১ টিতে। তারা রয়েছে লিগ টেবিলের অষ্টম স্থানে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ