Kolkata Derby: ১৯ জানুয়ারি কলকাতা ডার্বি! সুপার কাপে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

Kolkata Derby: ১৯ জানুয়ারি কলকাতা ডার্বি! সুপার কাপে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

আগামী ১৯ জানুয়ারি কলকাতা ডার্বি। কলিঙ্গ সুপার কাপে কলিঙ্গ স্টেডিয়ামে ঐদিন মুখোমুখি হবে ইস্টবেঙ্গলমোহনবাগান। এআইএফএফের তরফে সুপার কাপের যে সূচি প্রকাশ করা হয়েছে সেখানে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সূচি অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান।

এআইএফএফের তরফে প্রকাশিত সুপার কাপের সূচি অনুযায়ী ১২টি দল খেলবে এই প্রতিযোগিতায়। প্রতিটি গ্রুপে তিনটি করে আইএসএলের দল এবং একটি করে আই লিগের দল থাকবে। আইলিগের পয়েন্ট তালিকায় প্রথম তিনে থাকা তিনটি দল এবং চতুর্থ ও পঞ্চম দলের মধ্যে প্লে অফের পর বিজয়ী দল সুপার কাপ খেলবে।

সুপার কাপের গ্রুপ:

গ্রুপ এ: মোহনবাগান, ইস্টবেঙ্গল, হায়দরাবাদ, আই লিগ ১
গ্রুপ বি: কেরল ব্লাস্টার্স, নর্থইস্ট, জামশেদপুর, আই লিগ ২
গ্রুপ সি: মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, পঞ্জাব এফসি, আই লিগ ৩
গ্রুপ ডি: এফসি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, আই লিগ ৪(প্লে অফ জয়ী)

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি শুরু হবে গ্রুপ পর্যায়ের খেলা। ঐদিন কলিঙ্গ স্টেডিয়ামে দুপুর ২ তে ইস্টবেঙ্গল এফসি খেলবে হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের পরের খেলা ১৪ জানুয়ারি আইলিগের পয়েন্ট তালিকায় থাকা প্রথম দলের বিরুদ্ধে। মোহনবাগানের প্রথম খেলা ৯ জানুয়ারি সন্ধ্যা ০৭:৩০ থেকে আইলিগের পয়েন্ট তালিকায় থাকা প্রথম দলের বিরুদ্ধে। পরবর্তী খেলা ১৪ জানুয়ারি হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে। এরপর ১৯ জানুয়ারি ডার্বি।

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ