Jhargram : নাবালিকা ধর্ষণ! ২১ বছর কারাদণ্ড গৃহশিক্ষকের

Jhargram : নাবালিকা ধর্ষণ! ২১ বছর কারাদণ্ড গৃহশিক্ষকের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

১৩ বছরের নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অপরাধে ঝাড়গ্রাম আদালত গৃহশিক্ষককে ২১ বছর কারাদণ্ডের নির্দেশ দিল। সাজাপ্রাপ্ত ব্যক্তির মদনমোহন দাস ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত মহুলবনি গ্রামের বাসিন্দা।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মহুলবনি গ্রামের বাসিন্দা আক্রান্ত নাবালিকার আত্মীয় ও গৃহশিক্ষক। মেয়েটি তাঁর বাড়িতে পড়তে যেত। সেই সুযোগে তিনি ঐ নাবালিকার উপর যৌননির্যাতন চালান। ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে নাবালিকার মুখ বন্ধ রাখেন। নির্যাতিতা নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

এরপর মেয়েটির পরিবার ২০২২ সালে ২৪ ডিসেম্বর সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করে। পকসো ধারায় রুজু হয় মামলা। ২০২৩ সালের ৪ জানুয়ারী অভিযুক্তকে গ্রেপ্তার করে ৩১ জানুয়ারী চার্জশিট দাখিল করে পুলিশ। মঙ্গলবার সেই মামলায় সাজা ঘোষণা করেন ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। অভিযুক্ত ব্যক্তির ২১ বছর কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে পাঁচদিন জেল হাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্যাতিতা নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ