উত্তরপ্রদেশ ভোট : অখিলেশের সঙ্গে বৈঠক দলিত নেতা চন্দ্রশেখরের

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। গুটি সাজাচ্ছে সমস্ত দল। তৈরি হয়েছে জোট। সমাজবাদী পার্টি (সপা)-র নেতৃত্বাধীন জোটে ইতিমধ্যে অনেকেই যোগ দিয়েছেন। মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রবীণ বিধায়ক রামবীর উপাধ্যায় যোগদানের কথা ঘোষণা করেছেন শুক্রবার। এবার সপা প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করলেন দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ। যা নতুন জল্পনা তৈরি করেছে।

এই বিষয়ে রাজনৈতিক মহলের দ্বিমত নেই উত্তরপ্রদেশের ভোটে জাতপাতের ভোট বিভাজন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা বরাবর পালন করে এসেছে। বহুজন সমাজ পার্টির প্রবীণ বিধায়ক রামবীর উপাধ্যায় রাজ্যের অন্যতম বাহ্মণ্যবাদী গোষ্ঠীর বিজ্ঞাপন। তিনি সপা তে এলে মজবুত হবে দল। তারই মধ্যে আজাদ ওরফে রাবনের বৈঠক তাঁর জোটে যোগদানের সম্ভাবনা উস্কে দিয়েছে। দলিত ও অনগ্রসরদের অধিকার রক্ষার লড়াইয়ে ভীম আর্মি বিশেষ ভূমিকা নিয়েছে আগে। সেই দলের প্রতিষ্ঠাতা নেতা চন্দ্রশেখর উত্তর ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর সপা-র সঙ্গে হাত মেলানো বিজেপির জন্য অশনিসংকেত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ