সবাই এক গোয়ালের গরু! চাকরি দেওয়ার নামে প্রতারনার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

সবাই এক গোয়ালের গরু! চাকরি দেওয়ার নামে প্রতারনার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

টেন্ডার দূর্নীতির অভিযোগ উঠলো খোদ চৌকি মির্জাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। নিজেদের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে প্রায় ৮৫ লক্ষ টাকার টেন্ডার নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদিও সকল অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত প্রধান। কিন্তু তৃণমূলের করা অভিযোগের জেরে সরগরম হয়ে উঠেছে মালদহ মির্জাদপুর গ্রাম।

গ্রামের পঞ্চায়েত প্রধান শুকনি সাহার বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃনমূল সদস্য শেখ মাহাতাব। অভিযোগ উঠেছে যে পঞ্চায়েত প্রধান শুধুমাত্র নিজেদের পেটুয়া ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার জন্য অন্যান্য পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে গোপনে টেন্ডার করছেন।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

অভিযোগের প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত প্রধান শুকনি সাহা বলেছেন,’তৃণমূল গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস করে বেড়াচ্ছে অথচ বিজেপির নামে দোষ দিচ্ছে। বিজেপির নিজস্ব ভিন্ন মতোধারা রয়েছে। সেই মোতাবেক সকলকে কাজ দেওয়া হচ্ছে। আজকে যেখানে বাজারে কোন কাজ নেই সেখানে আমরা কাজ দিচ্ছে। তৃণমূল যে অভিযোগ তুলেছে সেটা সম্পূর্ণ মিথ্যে’।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

অন্যদিকে অভিযোগকারী তৃনমূল সদস্য শেখ মাহাতাব বলেছেন,’ দিনের-পর-দিন পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে প্রধান নিজেদের পেটোয়া ঠিকাদারদের শুধুমাত্র কাজ পাইয়ে দিচ্ছে। যার কারণে আলাদা একটি গোপন টেন্ডার শুরু করেছেন তিনি। এই বিষয়ে জেলা প্রশাসন সহ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এই ঘটনায় শুধুমাত্র পঞ্চায়েত প্রধান নয় তৃণমূল বহিস্কৃত কর্মীরাও রয়েছে। আর এদের মদত দিচ্ছে বিডিও। আমরা চাই যাতে সকলে স্বচ্ছভাবে কাজ পায়’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ