‘নিট পাশ না করেই ডাক্তার তৃণমূল সাংসদের মেয়ে’, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির

নিট পরীক্ষায় যোগ্যতা অর্জন না করেন ডাক্তারিতে ভর্তির অভিযোগ উঠলো তৃণমূলের রাজ্য সভাপতি সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেনের বিরুদ্ধে। সেই সঙ্গে ফর্ম ফিলাপে তিনি পিতায় আয় নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ এনেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন পেশায় চিকিৎসক। তার কন্যাও এমবিবিএস পড়ুয়া। টুইটে কিছু নথির কপি প্রকাশ করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, “রাজ্যসভার তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেনের কন্যা সৌমিলি সেন ২০২০ সালে নিট পরীক্ষায় যোগ্যতা অর্জন না করেই এমবিবিএস পাঠক্রমে ভর্তি হয়েছেন।” বিজেপি নেতার আরও অভিযোগ, সৌমিলি নিজের পিতার আয় ৩ লক্ষ টাকা জানালেও ২০১৬-১৭ সালের এপিডেফিট অনু্যায়ী আয় ৭ লক্ষ টাকা এবং সেই সঙ্গে সাংসদের ভাতাও যোগ করতে হবে। যদিও GNE Bangla-র তরফে প্রকাশিত নথি ও দাবিগুলির সত্যতা যাচাই করা হয়নি। টুইটারে বিজেপি সভাপতির দেওয়া নথি অনুযায়ী, সৌমিলি সেনের সর্বভারতীয় নিট র‍্যাঙ্ক ১২১৪৭৩ এবং তিনি সুবর্ণ বণিক সমাজ ট্রাস্টের মাধ্যমে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এমবিবিএস পাঠক্রমে ভর্তি হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ