Abhishek Banerjee : অভিষেক রাজঘাট ছাড়া, ফোন হারালেন শান্তনু, জুতো খোয়ালেন সুজিত

Abhishek Banerjee : অভিষেক রাজঘাট ছাড়া, ফোন হারালেন শান্তনু, জুতো খোয়ালেন সুজিত

দিল্লিতে তৃণমূল কংগ্রেসের অবস্থানে কার্যত বলপ্রয়োগ করে রাজঘাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতা কর্মীদের সরিয়ে দিল দিল্লি পুলিশ। এই দিল্লি পুলিশ সরাসরি অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হওয়ায় বিতর্ক শুরু হয়েছে৷ অন্যদিকে ঘটনার আতিশয্যে দিল্লিতে জুতো হারালেন সুজিত বসু, ফোন হারালেন শান্তনু সেন এবং পথ হারালেন মন্ত্রী গোলাম রব্বানি। সব মিলিয়ে তৈরি হল বিশৃঙ্খল পরিস্থিতি।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজ্যের দাবি আদায়ে তৃণমূলের বিক্ষোভের প্রথম দিন ছিল সোমবার৷ বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজঘাটের সামনে সাংবাদিক বৈঠক শুরু করছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এর পরেই পুলিশ এসে বাধা দেয়। দিল্লি পুলিশের কর্মীর সঙ্গে কার্যত কথা কাটাকাটি হয় তৃণমূল সাংসদের৷ এরপর দিল্লি পুলিশের তরফে মাইকে ঘোষণা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কর্মীদের এলাকা ছাড়তে বলা হয়৷ সাংবাদিক বৈঠক অসম্পূর্ণ রেখেই গাড়ির দিকে এগিয়ে যান অভিষেক।

আরও পড়ুন:  Abhishek Banerjee : ফের ইডি-র তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

এরপর কার্যত বিশৃঙ্খলা তৈরি হয় রাজঘাট চত্ত্বরে। দেখা যায়, তৃণমূলের অন্য কর্মী সমর্থকদের কার্যত রাজঘাট থেকে তাড়া করে বের করে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। মারধরের অভিযোগও উঠেছে৷ তারই মধ্যে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের পকেট থেকে তাঁর মোবাইল ফোনটি খোয়া যায়। খোয়া গিয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর জুতো। খালি পায়েই ধর্নাস্থল থেকে বের হয়ে আসেন তিনি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ