Abhishek Banerjee : ধর্নামঞ্চে সুকান্ত মজুমদারের নম্বর প্রকাশ, ফোন করবে ২০ লক্ষ মানুষ

Abhishek Banerjee : ধর্নামঞ্চে সুকান্ত মজুমদারের নম্বর প্রকাশ, ফোন করবে ২০ লক্ষ মানুষ

রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার তৃতীয় দিনে ধর্না মঞ্চ থেকে বিজেপিরাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভদ্র ভাবে ফোন করে ২০ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা চাইতে বলেছেন তিনি। বারংবার সতর্ক করেছেন ফোন করে ভদ্র ভাবে কথা বলার জন্য।

এই রাজভবনের ধর্নামঞ্চ থেকে একটি অডিও শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অডিওটির গলা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বলে দাবি করেছেন তিনি। যদিও GNE Bangla-র তরফে এই দাবির সত্যতা যাচাই করা হয়নি। অডিওতে বলতে শোনা গেছে, ‘‘২০০০ কোটি টাকা পড়ে আছে। সুকান্ত মজুমদার একটা ফোন করবে, টাকা চলে আসবে।’’ এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চে উপস্থিত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন সুকান্ত মজুমদারের ফোন নম্বর প্রকাশ করার জন্য।

আরও পড়ুন:  TMC Delhi : দিল্লির প্রতিবাদ! বৃহস্পতিবার রাজভবন অভিযান, প্রতিবাদ মমতার

সুকান্ত মজুমদারের দু’টি ফোন নম্বর প্রকাশ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক ১০০ দিনের কাজ করেও বকেয়া না পাওয়া মানুষজনদের বলেন, “আপনারা সকলে এই নম্বরে ফোন করে বলুন, আপনার এত ক্ষমতা, আপনি বললেই টাকা চলে আসবে। তাহলে আপনি দয়া করে আমাদের টাকাটা আনিয়ে দিন। দু’বছর ধরে আমাদের বেতন আটকে আছে।’’ সেই সঙ্গে অভিষেক সতর্ক করেন, “ওঁকে সকলে ফোন করুন। ভদ্র ভাবে বলুন টাকা আনিয়ে দেওয়ার কথা। বার বার বলছি, ফোন করে ভদ্র ভাবে কথা বলুন।’’

আরও পড়ুন:  Abhishek Banerjee : অভিষেক রাজঘাট ছাড়া, ফোন হারালেন শান্তনু, জুতো খোয়ালেন সুজিত

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ