Abhishek Banerjee : ‘অভিষেকের সাংসদ পদ খারিজ হোক’! লোকসভার স্পিকারকে চিঠি সৌমিত্র খাঁয়ের

Abhishek Banerjee : 'অভিষেকের সাংসদ পদ খারিজ হোক'! লোকসভার স্পিকারকে চিঠি সৌমিত্র খাঁয়ের

কলকাতা হাইকোর্টের বিচারপতি নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে “বিচারব্যবস্থার প্রতি অবমাননাকর” বলে চিহ্নিত করে অভিষেকের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজনৈতিক সংঘর্ষে আহত নন্দীগ্রামের তৃণমূল কর্মীদের দেখতে শুক্রবার এসএসকেএম হাসপাতালে যান তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে এসে তিনি বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সরাসরি বলেন, “বিচারপতি রাজাশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ দিচ্ছেন।” শুভেন্দু অধিকারীকে বিচারপতি মান্থার রক্ষাকবচ দেওয়া নিয়েও সমালোচনা করেন।

আরও পড়ুন:  Election : নির্বাচনে জেতা কি পাঁচ বছরের চাকরি! হাইকোর্টে কড়া ভর্ৎসনার মুখে কমিশন

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র অভিযোগ, বিচারব্যবস্থার উপর স্থিত ভারতীয় গণতন্ত্রকে আঘাত করতে চাইছেন অভিষেক। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে সৌমিত্র লিখেছেন, “ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক হাইকোর্টের বিরুদ্ধে মন্তব্য করেছেন, যা অবমাননাকর। অভিষেক কলকাতা হাইকোর্ট এবং সংবিধানকে ‘অবমাননা’ করেছেন!”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ