“বিজেপি পার্টি ধ্বংস হওয়ার পেছনে মূল হাত থাকবে শুভেন্দু অধিকারীর”- প্রাক্তন বিজেপি নেতা

"বিজেপি পার্টি ধ্বংস হওয়ার পেছনে মূল হাত থাকবে শুভেন্দু অধিকারীর"- প্রাক্তন বিজেপি নেতা

গতকাল রাজ্যের ৪ পুর নির্বাচনের ভরাডুবির পর নড়বড়ে হয়ে উঠেছে গেরুয়া শিবিরের খুঁটি। মঙ্গলবার ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে রাজ্য বিজেপি মাইনরিটি মোর্চা সহ-সভাপতি সহ বিজেপি পার্টি ত্যাগ করলেন প্রায় ৩২ জন সদস্য। কার্যত দলের সংখ্যালঘুদের মান্যতা না দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে সদ্য পদত্যাগী মাইনরিটি মোর্চা সহ-সভাপতি বশির আলম। এমতাবস্থায় শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করায় অস্বস্তিতে গেরুয়া শিবির।

বিজেপি দল ত্যাগ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বশির আলম বলেন,’যারা মুখ্যমন্ত্রী হওয়ার মানসিকতা নিয়ে দল করতে আসে তারা কোনদিনই দলের হতে পারে না। যেমন শুভেন্দু অধিকারী যিনি আমার দেখা প্রথম ও সর্বশেষ গাদ্দার শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার লোভে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু তিনি দলে আসতেই মাত্র দু’দিনের বিজেপি নেতাকে প্রাধান্য দিতে গিয়েই পুরনো কর্মীদের অগ্রাহ্য পরছে দল।"বিজেপি পার্টি ধ্বংস হওয়ার পেছনে মূল হাত থাকবে শুভেন্দু অধিকারীর"- প্রাক্তন বিজেপি নেতা

এছাড়াও ২০১৭ সালে বিজেপিতে যোগদান করে ভেবেছিলাম এটি সম্প্রদায়িক দল কিন্তু বর্তমানে বুঝতে পারছি এখানে সংখ্যালঘুদের কোন মান্যতা নেই । এটি দলছাড়ার অন্যতম একটি কারণ’।

আরও পড়ুন:  Dilip Ghosh: “ডিসেম্বর আসুক কিছু তো হবেই”, সত্য সাঁই বাবার জন্মদিনে খড়গপুর এসে বললেন দিলীপ

মাইনরিটি মোর্চার সহ-সভাপতি আরও বলেন, ‘ আগে বিজেপিতে সাম্প্রদায়িকতা ছিল কিন্তু শুভেন্দু অধিকারী যুক্ত হওয়ার পর ক্রমশ সেই ভাবধারার অবলুপ্তি হচ্ছে। শুধুমাত্র আমি নয় কিছুদিনের মধ্যে আরও ৩২ জন মোর্চার সদস্যরা বিজেপি ত্যাগ করার পত্র জমা দেবেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের কাছে ।আমি হোয়াটস অ্যাপে দল ত্যাগ করার চিঠি পাঠিয়ে দিয়েছি সুকান্ত মজুমদার সেটি দেখেছেন কিন্তু এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এটুকু বলতে পারি আগামী দিনে বিজেপি পার্টি ধ্বংস হওয়ার পেছনে মূল হাত থাকবে শুভেন্দু অধিকারীর। দলের এমন করুণ অবস্থা হবে যে ঝান্ডা ধরার মতন একজন ব্যক্তিও অবশিষ্ট থাকবে না’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ