ফের বাড়ছে মাও সক্রিয়তা! ঝাড়গ্রাম-বাঁকুড়া সীমানায় উদ্ধার মাওবাদী নামাঙ্কিত পোষ্টার

ফের বাড়ছে মাও সক্রিয়তা! ঝাড়গ্রাম-বাঁকুড়া সীমানায় উদ্ধার মাওবাদী নামাঙ্কিত পোষ্টার

আর কিছুদিন বাদেই পৌরসভা নির্বাচন, আর পৌরসভা নির্বাচনের আগে ফের মাওবাদী পোস্টার উদ্ধার হলো জঙ্গলমহলে।

ঝাড়গ্রাম-বাঁকুড়া সীমান্তবর্তী এলাকা ও  লালগড় সীমান্তবর্তী শালবনী ব্লকের রঞ্জা বাসস্ট্যান্ড এলাকায় ওই পোস্টারগুলি পাওয়া যায়। পোস্টগুলিতে জঙ্গলমহলে ফের মাওবাদী সক্রিয়তার ইঙ্গিত রয়েছে।

যদিও মাওবাদীদের নামে এই ধরনের পোস্টার কারা দিয়েছে সে বিষয়ে কোন কিছুই জানা যায়নি। পোস্টারগুলিতে বলা হয়েছে-

আরও পড়ুন:  Kharagpur: স্কুলের নির্বাচন হেরে ব্যালট পেপার লুটের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

১) জনগণের প্রতি আহ্বান দেশীয় ফ্যাসিবাদী শক্তি চিহ্নিত করুন।
২)সারা ভারতবর্ষে সন্ত্রাস গণ বিপ্লব গড়ে তুলুন।
৩)অন্যায় ভাবে এবং কেস দিয়ে আদিবাসীদের হয়রানি করা যাবে না।
৪)দেশের উন্নয়নের রাজনৈতিক দালালি অবৈধভাবে আদিবাসীদের অধিকার আত্মসাৎ করছেন কেন?
৫)আদিবাসীদের উপর জুলুম হচ্ছে কেন? অবিলম্বে বন্ধ করুন।
৬)শ্রীকান্ত মাহাতর অমানবিক আচরণ বা দালালী বন্ধ করুন।
৭) সাত নম্বরে লেখা আছে এক থেকে চার নম্বর আবেদন গুলি না মানলে এবার নতুন করে খেলা হবে।

আরও পড়ুন:  রাতের আঁধারে কুবাই ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা, সকালে উদ্ধার দুটি মৃতদেহ

সাদা কাগজের উপর কালো কালিতে ছাপা পোস্টারের নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। মাওবাদীদের নামে কারা এই পোস্টার দিয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানাগেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ