Breaking news 15/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 15/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* একদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন বিপ্লবকুমার দেব। আজ ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। রবিবার শপথগ্রহণের অনুষ্ঠানে আরও চওড়া হল বিজেপির অন্দরের ফাটল। শপথগ্রহণে এলেনই না উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, কারামন্ত্রী রামপ্রসাদ পাল-সহ বিধায়কদের একাংশ। যদিও শপথগ্রহণের পর রাজভবনে গিয়েছিলেন দুই মন্ত্রী।

* আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামি ৭২ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় আজ কয়েক পশলা মাঝারি বৃষ্টি হবে। বাংলায় কি বর্ষা আগেভাগেই ঢুকে পড়বে? আপাতত সে দিকেই নজর আবহাওয়াবিদদের।ইতিমধ্যেই মৌসম ভবন জানিয়েছে যে কেরলে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকছে। আজ আন্দামান সাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে যাবে বলেও জানা গেছে। কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত দিনক্ষণ ১১ জুন। তবে অনেক বছর একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ বঙ্গে প্রবেশের রেকর্ড রয়েছে মৌসুমী বায়ুর। এবার ঠিক কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা, সে দিকেই নজর আবহাওয়াবিদদের।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

* রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগে করলেন অর্জুন সিংহ। তিনি বলেন ‘তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন দলের অনেকেই তাঁদের গুরুত্ব দেয় না, রাজ্য বিজেপি নেতৃত্ব সোশাল মিডিয়ায় আবদ্ধ হয়ে আছেন।’

* টেলি অভিনেত্রী পল্লবী দে’র রহস্যমৃত্যু। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে অভিনেত্রীর। প্রাথমিক সূত্রের খবর, গড়ফা থানা এলাকায় এক ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। রবিবার সকালে ওই বাড়ি থেকেই পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৫/১১/২০২২

* ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসব এবং লস অ্যাঞ্জেলসে ভারতীয় চলচ্চিত্র উৎসবে আগেই প্রশংসা কুড়িয়েছিল শ্রীলেখা মিত্রের অভিনয়। ওয়ানস আপন এ টাইম ইন ক্যালকাটা’-য় অভিনয়ের জন্য মার্কিন মুলুকে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

* বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে উত্তর কোরিয়া। মাত্র তিনদিনেই উত্তর কোরিয়ায় করোনায় আক্রান্ত কয়েক লক্ষ মানুষ। বাড়ছে মৃত্যু সংখ্যাও। সরকারি সূত্রের খবর, করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে রাজধানী পিয়ং ইয়ং-সহ প্রতিটি প্রদেশ, শহর, নগরে লকডাউন জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে কল-কারখানা, অফিস-কাছারিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি ভিত্তিতে কোয়ারেন্টাইন পরিষেবা চালু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ