Breaking news 20/5/2022 12 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 20/5/2022 12 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* ডিএ মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল আদালতে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে ৩ মাসের মধ্যে। বকেয়া ডিএ নিয়ে শুনানিতে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাই কোর্ট জানিয়ে দিয়েছে, “কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে সরকারই কর্মীদের। মহার্ঘ ভাতা সরকারি কর্মচারিদের সাংবিধানিক এবং মৌলিক অধিকার।কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে DA-র ফারাক নিয়ে ২০১৬ সালে মামলা দায়ের হয়েছিল।

* শুক্রবার ও শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

* এসএসসি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সন্ধের পর প্রায় ৩ ঘণ্টা ধরে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। জেরাপর্ব অসমাপ্ত রেখেই রাতে মন্ত্রীকে ছেড়ে দেওয়া হয়। তবে শুক্রবার সকালে যাবতীয় নথি নিয়ে তাঁকে ফের নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেইমতো এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদই তিনি পৌঁছে যান সিবিআই দপ্তরে। সূত্রের খবর, এদিন দফায় দফায় জেরা করা হবে তাঁকে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৮/১১/২০২২

* নয়া অস্বস্তিতে লালুপ্রসাদ যাদব। সিবিআই সূত্রে দাবি, রেলমন্ত্রী থাকাকালীন অনেককে রেলে চাকরি দিয়েছিলেন লালুপ্রসাদ। সেই অভিযোগে অভিযান চালাচ্ছে সিবিআই ৷ সিবিআইয়ের তরফে লালুপ্রসাস যাদবের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে ৷ এই নতুন মামলায় দিল্লি এবং বিহারের মোট ১৭টি জায়গায় অভিযান চালানো হচ্ছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ