Breaking news 22/5/2022 12 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 22/5/2022 12 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে গতকালের চেয়ে আজ বৃষ্টির রেশ আরও বাড়বে। শুধু কলকাতা অবশ্য নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনাতে তুমুল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টি প্রাক-বর্ষার রেশ কিনা তা এখনও স্পষ্ট নয়। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের রেশ ছিল বেশ ভালই।

* আজই কি ফুলবদল করবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং? তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন সিং। উত্তর ২৪ পরগনা জুড়ে নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। অর্জুন সিং প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘অর্জুন সিংয়ের অন্য দলে যাওয়ার অধিকার আছে ৷’’ তবে অর্জুন সিং তাঁর বিজেপি ছাড়া বা তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে জানিয়েছেন, এমন কোনও সিদ্ধান্ত তিনি নেননি ৷ এ প্রসঙ্গে শুভেন্দু জানান, অর্জুনের এই দাবি তাঁর মুখের কথা, না মনের কথা সেটা সময়ই বলবে৷

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

* মঙ্গলবার, বুধবার কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আইপিএলের প্লে-অফের ম্যাচ রয়েছে । মঙ্গলবার ২৪ মে আইপিএল কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হবে গুজরাত এবং রাজস্থান ৷ বুধবার ২৫ মে এলিমিনেটর খেলবে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ প্রতিবারের মত আয়োজনে কোনও ত্রুটি রাখছে না সিএবি । তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনেও বৃষ্টির ভ্রুকুটি জারি রয়েছে দক্ষিণবঙ্গে ৷ সেক্ষেত্রে আইপিএল মহারণের দিনেও ভাসতে পারে ক্রিকেটের নন্দনকানন ৷এদিকে শনিবার বিকেলের ঝড়ে বেশ অনেকটাই ক্ষতিগ্রস্থ ইডেন।কালবৈশাখীর দাপটে প্রেস বক্সের তিনটে কাঁচ ভেঙে গিয়েছে। বৃষ্টির আশঙ্কা করে মাঠ আগে থেকেই ঢাকা ছিল। কিন্তু ঝড়ের দাপটে ঢেকে রাখা অংশের অনেকটাই উড়ে যায়। তবে উইকেটের কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৩/১১/২০২২

* পেট্রল-ডিজেলে উৎপাদন শুল্ক কমানোর কথা শনিবার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ শুধু পেট্রোল ডিজেলই নয় উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারে মিলবে এই ভর্তুকি। শনিবার টুইট করে জানালেন নির্মলা। সরকার পেট্রোলের উপর শুল্ক লিটার প্রতি ৮ টাকা এবং ডিজেলের উপর লিটার প্রতি ৬ টাকা কমিয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেছেন, “আমাদের জন্য সর্বদা জনগণই সবার আগে! আজকের সিদ্ধান্ত, বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের দামের উল্লেখযোগ্য হ্রাস সম্পর্কিত সিদ্ধান্তগুলি বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে, আমাদের নাগরিকদের স্বস্তি দেবে এবং জীবন আরও সহজ করে তুলবে।” তার আগে জ্বালানির দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ফলে কেন্দ্রের এই ঘোষণার পিছনে যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ