SSC কান্ডে এবার মুখ্যমন্ত্রীর নাম, প্রাক্তন SSC চেয়ারম্যান বললেন “মমতার নাম নিয়ে শিক্ষক নিয়োগে বেনিয়ম করতে চাপ দিতেন পার্থ”

SSC কান্ডে এবার মুখ্যমন্ত্রীর নাম, প্রাক্তন SSC চেয়ারম্যান বললেন "মমতার নাম নিয়ে শিক্ষক নিয়োগে বেনিয়ম করতে চাপ দিতেন পার্থ"

এসএসসি দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আদালতের নির্দেশে চলছে সিবিআই তদন্ত। মন্ত্রী প্রতিমন্ত্রীদের ডাক পড়ছে জিজ্ঞাসাবাদের জন্য। এই মুহূর্তে রাজ্য সরকার অস্বস্তি আরও বৃদ্ধি করলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। সরাসরি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর নাম টেনে আনলেন এই প্রসঙ্গে। যা নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল একটি সংবাদমাধ্যমদুর্নীতির জন্য সরাসরি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দায়ী করে বলেছেন, মুখ্যমন্ত্রী তাঁকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে এনেছিলেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল নিয়োগের ক্ষেত্রে মার্কশিট এবং উত্তরপত্র প্রভৃতি নিয়ে কোনো আপস না করতে। এমনকি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী থাকাকালীন কোনো সমস্যাই হয়নি তাঁর। কিন্তু চিত্তরঞ্জনবাবু বিস্ফোরণ ঘটিয়েছেন পরবর্তী শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিয়োগে বেনিয়ম করতে বলেছিলেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানানোয় বাড়িতে ডেকে তাঁকে অপমান করেছিলেন এবং বাধ্য করা হয়েছিল পদত্যাগ করতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ