Breaking news 26/6/2022 6 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

ত্রিপুরায় তৃণমূলের ভারডুবিতে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। টুইটে রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এদিন লিখেছেন, ত্রিপুরার ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল, তৃণমূল ৪টি আসনেই ৪ নম্বর স্থানে বিরাজমান। পশ্চিমবঙ্গের টাকা বয়ে নিয়ে গিয়ে ত্রিপুরায় বেহিসাব খরচ করার ফল হলো ২.৮% ভোট পেয়ে নোটা-কে হারিয়েছে। কাউন্সিলরও এর চেয়ে বেশি ভোট পায়।

ত্রিপুরার উপনির্বাচনে চারটি আসনের মধ্যে তিনটিতে জয়লাভ করেছে বিজেপি একটিতে জিতেছে কংগ্রেস। কংগ্রেসের সুদীপ রায়বর্মন আগরতলায় বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। চার কেন্দ্রেই চার নম্বরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই ফলে মোটেই হতাশ নয় তৃণমূল। বরং তেইশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলবে আরও প্রত্যয়, আরও পরিশ্রমের সঙ্গে। জনতার সঙ্গে তৃণমূল ছিল, আছে, থাকবেও। নির্বাচনফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনই বললেন তৃণমূলের কুণাল ঘোষ।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৪/১১/২০২২

প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ। টুর্নামেন্টের ফাইনালে ৪১ বারের চ্যাম্পিয়ন মুম্বাইকে ৬ উইকেট হারিয়ে খেতাব ঘরে তুলল মধ্যপ্রদেশ। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মধ্যপ্রদেশের শুভম শর্মা। প্লেয়ার অফ দা সিরিজ হয়েছেন সরফরাজ খান। শেষ দিনে মধ্যপ্রদেশ ১০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়।
সংক্ষিপ্ত স্কোর বোর্ড : –
মুম্বাই : ৩৭৪ ও ২৬৯।
মধ্যপ্রদেশ : ৫৩৬ ও ১০৮/৪।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ