Breaking news 8/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 8/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে সমর্থন করার কথা জানিয়ে তৃণমূল সাংসদদের কাছে চিঠি দিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। যদিও চিঠির ভাষা নিয়ে তীব্র আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের । চিঠির শেষ অংশে লেখা হয়েছে, দ্রৌপদীদেবীর বিজয় নিশ্চিত। তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনার কাছে তাঁর হয়ে ভোট প্রার্থনা করছি। সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ওরা চিঠি দিয়েছে আমাদের। কিন্তু চিঠির ছত্রে ছত্রে ঔদ্ধত্য ধরা পড়েছে। আমাদের এমন চিঠি নিয়ে আপত্তি আছে। যদি জয় নিশ্চিত জানেন, তাহলে কেন চিঠি দিচ্ছেন!

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৩/১১/২০২২

আজ ৮ জুলাই পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন। এদিন বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ১০৯ তম জন্মদিবস পালিত হয়। তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার ছাড়াও পুর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও অনেকে। ফিরহাদ বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও আমরা গুণী মানুষদের শ্রদ্ধা জানাই। এটাই তৃণমূলের সংস্কৃতি।

শুক্রবার প্রকাশ্য জনসভায় গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট জানাচ্ছে, নারা শহরে ওই সভায় বক্তৃতা করার সময়ে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর আচমকা হামলা হয়।দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সূত্রের খবর, সেই সময়েই তিনি শ্বাসপ্রশ্বাস নিচ্ছিলেন না। নারা এলাকায় কাশিহারা শহরের একটি হাসপাতালে মৃত ঘোষণা করা হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি টুইট করে জানান, শিনজো আবের প্রয়াণে ভারতে আগামিকাল একদিনের জাতীয় শোক পালিত হবে। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতে আগামিকাল ভারত একদিনের জাতীয় শোক পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ