Elephant : ঝাড়গ্রামে হাতির দলের তান্ডব, ভাঙচুর বাড়ি, বন দফতরের পদক্ষেপ দাবি স্থানীয়দের

Elephant : ঝাড়গ্রামে হাতির দলের তান্ডব, ভাঙচুর বাড়ি, বন দফতরের পদক্ষেপ দাবি স্থানীয়দের

ফের হাতির তান্ডব ঝাড়গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের বড় পিপড়িতে তান্ডব চালালো হাতির দল। জীবনহানি না ঘটলেও একটি মাটির বাড়ি হাতির আক্রমণে প্রায় ধ্বংসস্তূপে পরিনত হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১২:১৫ নাগাদ ১৩ টি হাতির দল ঝাড়গ্রামের বড় পিপড়িতে স্থানীয় বাসিন্দা জগন্নাথ মাহাতোর বাড়িতে হামলা চালায়। হাতির তান্ডবে ধূলিসাৎ হয় মাটির দোতলা বাড়ির একাংশ। হাতিরা গুঁড়িয়ে দেয় রান্না ঘর, লুঠ করে সেখানে থাকা রসদ, দরজা ভেঙে তিনটি ঘরের জিনিস পত্র, খাট-পালঙ্ক ভেঙে দেয়। বাড়ির বাসিন্দারা তখন ঘুমাচ্ছিলেন। কিন্তু হাতির আক্রমণ হয়েছে বুঝতে পেরেই শিশুদের সঙ্গে নিয়ে দোতলায় আত্মগোপন করে কোনক্রমে রক্ষা পান।

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

ঘটনার প্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারংবার ঝাড়গ্রাম জুড়ে হাতির আক্রমণের ঘটনা ঘটলেও বন দফতর সদর্থক পদক্ষেপ নিচ্ছে না। এমনকি ক্ষতিপূরণ মিলছে না বলেও তাঁদের অভিযোগ। স্থানীয় বিধায়িকা তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার প্রতিক্রিয়া ও পদক্ষেপের দাবিও জানিয়েছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ