Central Force : ১০ দিন অতিরিক্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ আদালতের

Central Force : ১০ দিন অতিরিক্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ আদালতের

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যে আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রের তরফে আদালতে মতামত জানানোর পরেই এই নির্দেশ।

এর আগে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরেও নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছিল আদালত। ইতিমধ্যে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তিনি আবেদনে জানান, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে রাজ্যে হিংসা বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রের মতামত জানতে চান প্রধান বিচারপতির বেঞ্চ। কেন্দ্রের তরফে কলকাতা হাইকোর্টকে মতামত জানানোর পরে সোমবার আদালতের নির্দেশ, আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কোথাও অশান্তির খবর মিললে কেন্দ্রীয় বাহিনীকে পাঠাতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ