BRAKING NEWS

Civic Volunteers : সিভিক ভলান্টিয়ার থেকে সোজা কনস্টেবল! নয়া প্রস্তাব মুখ্যমন্ত্রীর

রাজ্যের বিভিন্ন থানায় খালি রয়েছে অনেক কনস্টেবলের পদ। সিভিক ভলান্টিয়ারদের সেই পদে নিয়োগের ব্যাপারে সোমবার নবান্নে রাজ্যের প্রশাসনিক বৈঠকে শর্ত সাপেক্ষ প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, অনেক কনস্টেবলের পদোন্নতির কারণে বর্তমানে রাজ্যে বহু কনস্টেবল পদ খালি রয়েছে। তিন শর্ত সাপেক্ষে সিভিক ভলেন্টিয়ারদের সেই পদে নিয়োগের ব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শর্ত হিসেবে কাজের ক্ষেত্রে যোগ্য ও সুষ্ঠ ভাবে দায়িত্বপালনে যোগ্য প্রার্থীদের মূল্যায়ন, শুধুমাত্র কনস্টেবল পদ শূন্য থাকা থানা গুলিতে এবং মূলত পুলিশ সুপারের দায়িত্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ তথা যে থানায় সিভিক ভলান্টিয়ার কাজ করছেন সংশ্লিষ্ট থানার ওসি ও এসডিপিও-র রিপোর্টের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবল হিসাবে নিয়োগের বিষয়ে বিবেচনা করা হবে।