BRAKING NEWS

TET Scam : মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন আদেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ধৃত মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি তদন্তকারী সংস্থাদের বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন তিনি।

২০১৭ সালের এক টেট পরীক্ষার্থী হাইকোর্টে মামলা করে অভিযোগ করেন, তিনি পরীক্ষা দিলেও ফলাফল জানতে পারেনি। তিনি তথ্যের অধিকার আইনে ওএমআর শিট দেখার জন্য আবেদন করলেও তাঁকে সঠিক ওএমআর শিট দেখানো হয়নি বলে অভিযোগ। শুনানির পর ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। কিন্তু সোমবার মামলাকারী অভিযোগ করেন জরিমানার টাকা এখনও দেওয়া হয়নি। এরপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-কে মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

TET Scam : এবার ইন্টারভিউয়ারদের তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের