- Advertisement -
শুক্রবার ইডির নোটিশ অনুযায়ী সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দিয়েছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। ১১ ঘণ্টা ধরে চলে ইডি আধিকারিকদের জেরা। সূত্রের খবর, তাঁর ফ্ল্যাট সংক্রান্ত লেনদেন ও নথি চেয়েছে ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, গল্ফগ্রিন এলাকায় অভিনেত্রী ও তাঁর মায়ের নামে দুটি ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে একটি ফ্ল্যাটের মূল্য ৮০ লক্ষ টাকা। ঐ ফ্ল্যাট কেনার সময় ২০ লক্ষ টাকা নগদে ও বাকি ৬০ লক্ষ টাকা ঋণ করে দিয়েছিলেন সায়নী। বেসরকারি ব্যাঙ্ক থেকে করা সেই ঋণ ও ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত নথিপত্র দেখতে চেয়েছে ইডি। তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ এখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে। জানা গিয়েছে, তাঁর সঙ্গে সায়নী ঘোষের কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ইডি।