Shalboni : মহিলা ও ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির শালবনীতে

Shalboni : মহিলা ও ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির শালবনীতে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ৮ নম্বর গড়মাল অঞ্চলে। এলাকার কর্মরতরা মহিলা সহ মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের কুড়ি জন ছাত্রীরা এই সচেতনতা শিবিরে অংশ নেন।

এছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আইনি পরিষেবা কেন্দ্রের সচিব আইনজীবী দিব্যেন্দু নাথ, পরিষেবা কেন্দ্রের আধিকারিক ও আইনজীবীরা, শালবনী থানার ওসি, পিড়াকাটা পুলিশ পোস্টের আইসি, অঞ্চলের অঞ্চল প্রধান সহ অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুন:  Garbeta : বকেয়া বিল সহ একাধিক দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মীদের

নারী পাচার, বাল্যবিবাহ, কন্যা ভ্রুণ হত্যা, পারিবারিক সমস্যা, শারীরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি সমস্যার নিরসনে কী কী আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়ে বিশদে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট আইনজীবীরা। মোবাইলের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সমাজমাধ্যম অ্যাপগুলি কিভাবে নারীদের আক্রান্ত হওয়ার সমস্যা বাড়িয়ে দিচ্ছে তাও আলোচিত হয়। তুলে ধরা হয় বিভিন্ন ঘটনা। এই সকল সমস্যার সমাধানে কন্যাশ্রী ক্লাবের ভূমিকার বিষয়টিও আলোচিত হয়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ