শস্য বীমার সুবিধা রাজ্য সরকারের, ফর্ম জমা দিন দুয়ারে সরকারে

শস্য বীমার সুবিধা রাজ্য সরকারের, ফর্ম জমা দিন দুয়ারে সরকারে

কৃষকদের চাষের পর শস্য মাঠেই নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ সরকার এনেছে শস্য বীমার সুবিধা। এই বীমার কিস্তি দেবে রাজ্য সরকার। এর ফলে অতিবর্ষণ, অকাল বর্ষণ বা বন্যা যে কোনও কারণে ক্ষেতের ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা। ৩০ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার জারি রয়েছে। এই সময়ে যেকোনও কৃষক শিবিরে গিয়ে উপযুক্ত নথি ও ফর্ম জমা নিয়ে শস্য বীমা করাতে পারবেন।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

প্রথমে দুয়ারে সরকার শিবির থেকে ফর্ম তুলে তা পূরণ করতে হবে। জমা দেওয়ার সময় সঙ্গে করে দিতে হবে নিম্নলিখিত নথিপত্র।
১. আবেদনকারী কৃষকের আধার কার্ড
২. আবেদনকারীর ভোটার আইডি
৩. জমির কাগজপত্র (রেকর্ড অথবা দলিল)
৪. কৃষকের ব্যাঙ্কের পাসবই
৫. কেসিসি অ্যাকাউন্ট নম্বর (থাকলে)
৬. কৃষক বন্ধু আইডি নম্বর (থাকলে)

আরও পড়ুন:  ভোটে জিতলেই তৃণমূলের দখলে থাকা বামফ্রন্টের পার্টি অফিস ফেরত দেবেন বিজেপি নেতা

আবেদন করার কিছুদিন পর Bangla Shasya Bima এর অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদনের স্ট্যাটাস দেখতে পাওয়া যাবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ